'আদালত কোনও চিলড্রেন পার্ক নয়', ফের কড়া মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

Last Updated:

সুপ্রিম কোর্টের নির্দেশে নিজেদের চাকরির সমর্থনে ১২৭ জন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করেছেন বলে সূত্রের খবর। এই ১২৭ জনের মধ্যে ২৯ জন তাদের চাকরির সমর্থনে লিখিত যুক্তির হলফনামা দিয়েছেন।

#কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আবারও বেনজির মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের। এদিন আদালতে শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় বলেন, "হাজার হাজার পরীক্ষার্থী রাস্তায় বসে চোখের জল ফেলছেন। আর বেআইনি চাকরি পাওয়ায় অভিযুক্ত, নকল শিক্ষকেরা আদালতে আসছে দেরিতে। আদালত কোনও চিলড্রেন পার্ক নয়।"
গত অক্টোবরেই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে  হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। তার পরে চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে পর্ষদ। 'চাইলে চাকরি বাতিল হওয়া ২৬৮ জন শিক্ষক স্কুলে যেতে পারেন', জেলা বিদ্যালয় সংসদকে নির্দেশ পাঠিয়ে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
advertisement
এর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে নিজেদের চাকরির সমর্থনে ১২৭ জন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করেছেন বলে সূত্রের খবর। এই ১২৭ জনের মধ্যে ২৯ জন তাদের চাকরির সমর্থনে লিখিত যুক্তির হলফনামা দিয়েছেন। সূত্রের খবর, এর মধ্যে ১০ শিক্ষকের ঠিকানা অসম্পূর্ণ। ভারতীয় ডাকের মাধ্যমে ওই ১০ শিক্ষকের বাড়িতে আদালতের মামলার নথি পৌঁছনো যায়নি বলে আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
এরই প্রেক্ষিতে বিচারপতি এদিন নির্দেশ দেন, ১০ শিক্ষকের ঠিকানায় পৌঁছতে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের সাহায্য় নিতে হবে। স্থানীয় থানার সঙ্গে সমন্বয় করে ১০ শিক্ষকের ঠিকানায় পৌঁছনোর পরামর্শ দিয়েছেন বিচারপতি। আগামী ২২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আদালত কোনও চিলড্রেন পার্ক নয়', ফের কড়া মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement