Newtown: একা বাড়িতে থাকতেন মহিলা, ২-৩ দিন দেখা যায়নি! তার পর যা ঘটল নিউটাউনে, হাড়হিম ঘটনা

Last Updated:

নিউটাউন জ্যোতিনগরে ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, সেই মহিলা আত্মহত্যা করতে পারেন!

News18
News18
কলকাতা: নিউটাউন জ্যোতিনগরে ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, সেই মহিলা আত্মহত্যা করতে পারেন!
মহিলা বাড়িতে একাই থাকতেন বলে জানা যায়। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলেন, বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না তাঁকে আজ আচমকাই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম পম্পা দাস। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ।
জানা গিয়েছে, বছর ৩১-এর এই মহিলা উত্তর ২৪পরগনা ন্যাজাটের বাসিন্দা। নিউ টাউন আদর্শ পল্লীর একটি বাড়ির নিচের তলায় ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি। স্থানীয় বাসিন্দারা ২ থেকে তিন দিন তাঁকে দেখতে না পাওয়ায় আজ বিকেলে খোঁজ করতে শুরু করেন। তখনই তাঁর ঘরের সামনে যেতেই পচা দুর্গন্ধ বেরোতে থাকে। এর পর স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরাই পুলিশকে খবর দেন।
advertisement
advertisement
আরও পড়ুন- করোনায় আক্রান্ত পুলিশ কর্তা! হু হু করে বাড়ছে, রাজ‍্যে কত হল কোভিড আক্রান্তের সংখ‍্যা?
ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত দেহ দেখতে পায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown: একা বাড়িতে থাকতেন মহিলা, ২-৩ দিন দেখা যায়নি! তার পর যা ঘটল নিউটাউনে, হাড়হিম ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement