• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • অচলাবস্থা কাটছে না প্রেসিডেন্সিতে, ১৩৩ ঘণ্টা অনশনে অসুস্থ এক পড়ুয়া !

অচলাবস্থা কাটছে না প্রেসিডেন্সিতে, ১৩৩ ঘণ্টা অনশনে অসুস্থ এক পড়ুয়া !

File Photo

File Photo

 • Share this:

  #কলকাতা: প্রেসিডেন্সিতে জারি অনশন ৷ ১৩৩ ঘণ্টা রেকর্ড অনশনে অসুস্থ হয়ে পড়লেন এক পড়ুয়া ৷ ৩ পড়ুয়ার সাসপেনশন তোলার দাবিতে এখনও অনড় পড়ুয়ারা ৷ এদিকে নিজের অবস্থানে অনড় প্রেসিডেন্সির উপাচার্যও ৷ পড়ুয়াদের অনশনের চাপে কোনও আলোচনা নয় ৷ অনশন তুললে তবেই আলোচনা বলে গতকাল, বুধবারই সাফ জানিয়েছিলেন প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া ৷

  আরও পড়ুন-শীতের আমেজ জানুয়ারির পর্যন্ত, মাস শেষে পড়বে গরম

  এ সমস্যার সূত্রপাত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ঘিরে। ছাত্র বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে সমাবর্তন অনুষ্ঠান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ প্রথমে সমাবর্তন অনুষ্ঠান রাজ ভবনে হওয়ার কথা থাকলেও পরে তা হয় নন্দনে ৷ সে সময় উপাচার্যকে প্রবেশ বাধা দেয় ছাত্র-ছাত্রীরা ৷ ক্ষুব্ধ উপাচার্য জানান, গেট আটকানোর দায় পড়ুয়াদের সাসপেন্ড করা হবে। সেই মতো তিনজনকে সাসপেন্ডও করা হয়। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শুরু হয় অনশন। তদন্ত কমিটি গঠন করে যথাযথ তদন্তের পরেই সঠিক বিচার সম্ভব বলে দাবি পড়ুয়াদের ৷

  First published: