International Women’s Day : আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে মৌলালি থেকে ধর্মতলা মিছিল, উঠল একাধিক দাবি

Last Updated:

International Women’s Day : আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে, এই প্রথম কলকাতায় আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে একসঙ্গে রাস্তায় হাঁটলেন শ্রমজীবী মহিলারা, যৌনকর্মীরা ও প্রান্তিক যৌনতার মানুষেরা।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে কলকাতার মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলে অংশ নিল একাধিক নারী অধিকার, মানবাধিকার রক্ষা সংগঠন। মঙ্গলবার বেলা ১টা অনুষ্ঠান শুরু হওয়ার পর এই মিছিল ধর্মতলা পৌঁছয় বেলা দুটোর পর। মিছিলে অংশ নেন অসংখ্য মানুষ। মিছিল শেষ হওয়ার পর ধর্মতলায় একটি মঞ্চ তৈরি করে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়।
এই সংগঠনগুলির যৌথ মঞ্চ থেকে মোট ১৪ দফা দাবিতে মঙ্গলবার আওয়াজ ওঠে। তার মধ্যে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার থেকে নিরাপত্তা দেওয়ার দাবি থেকে শুরু করেছে, অসংগঠিত ক্ষেত্রে মহিলাদের সম বেতন, মাতৃত্বকালীন সুবিধা দেওয়ার নিশ্চয়তার দাবি তোলা হয়। ট্রান্স বিল প্রতিরোধের দাবিও ওঠে, ওঠে যৌমকর্মীদের নিরাপত্তার বিষয়টিও।
International Women’s Day : অসুস্থ স্বামী কর্মহীন, টোটো চালিয়ে অন্নসংস্থান দুই সন্তানের মায়ের
আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে একসঙ্গে রাস্তায় হাঁটলেন শ্রমজীবী মহিলারা, যৌনকর্মীরা ও প্রান্তিক যৌনতার মানুষেরা। পিতৃতন্ত্রের বিরুদ্ধে সম-অধিকাররের লড়াইয়ে এরা পাশাপাশি হাঁটলেন।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
International Women’s Day : আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে মৌলালি থেকে ধর্মতলা মিছিল, উঠল একাধিক দাবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement