Kaliaganj Case: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে সিট গঠন আদালতের, থাকছেন দময়ন্তী সেন, পঙ্কজ দত্ত

Last Updated:

Kaliaganj Case: হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার৷

কলকাতা: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে সিট গঠন করল কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের নির্দেশে এই বিশেষ তদন্তকারী দল বা সিট এ বার এই ঘটনার তদন্ত করবে৷ এই তদন্তকারী দলে থাকবেন আইপিএস অফিসার দময়ন্তী সেন, থাকবেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস৷ এদের তিনজনের নেতৃত্বে এই তদন্তকারী দল কাজ করবে৷ হাইকোর্টের নজরদারিতে এই তদন্তকারী দল কাজ করবে৷
হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার৷ সেখানেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ এ ছাড়াও তিনি নির্দেশ দিয়ে বলেছেন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু সুরক্ষা কমিশন তাদের অনুসন্ধান রিপোর্ট বিশেষ তদন্তকারী দলের কাছে জমা করবে৷ এ ছাড়া রাজ্যের তরফ থেকে যে রিপোর্ট জমা পড়েছে, তা নিয়ে অসন্তুষ্ট বিচারপতি মান্থা৷
advertisement
advertisement
আদালতের তরফ থেকে এদিন রাজ্যের রিপোর্টে ময়নাতদন্ত ও সুরতহালের কাল নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আদালত৷ বলা হয়েছে, ২১ এপ্রিল ৩.৩০ মিনিটে ময়নাতদন্তের সময় আর সুরতহালের রিপোর্ট বিকেল সাড়ে পাঁচটার সময়৷ আদালতের প্রশ্ন, ময়নাতদন্তের পর কী করে সুরতহাল সম্ভব হতে পারে৷ কোথায় সুরতহাল করা হয়েছে, তারও কোনও উল্লেখ নেই বলেই আদালত প্রশ্ন তুলেছে৷
advertisement
এপ্রিল মাসের শেষের দিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাহেবঘাটায় এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়৷ উত্তাল হয়ে ওঠে এলাকা৷ সেই ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সর্বত্র৷ রাজবংশী সমাজের সংগঠনের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়৷ অভিযোগ, আগের রাতে এই এলাকার রাজবংশী সমাজের এক নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায়। পরেরদিন সকালে এলাকার একটি পুকুরপাড় থেকে তার দেহ উদ্ধার হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kaliaganj Case: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে সিট গঠন আদালতের, থাকছেন দময়ন্তী সেন, পঙ্কজ দত্ত
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement