সুস্থ থাকুক, ভাল থাকুক কলকাতা

Last Updated:

বাড়বে শারীরিক সক্ষমতা, থাকবে সুস্থ ও সবল

#কলকাতা: সুস্থ ও নিরোগ থাকতে কেই বা না চায় ? এই উদ্যোগকেই বাস্তবায়িত করতে রান ফর এডুকেশনের পঞ্চম বার্ষিক সংস্করণের আয়োজন করা হয়েছে এয়ারটেলের সহায়তায় অ্যাপোলোর উদ্যোগে ৷ একটি বিশেষ পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাপোলো হাসপাতাল ৷
অনুষ্ঠানে বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হিডকোর চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন, থাকবেন আইটির পক্ষ থেকে অতুল গুপ্ত ও বিনিত জৈন ৷ উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে ডঃ অরিজিৎ বোস ৷
একটি সাক্ষাৎকারে দেবাশিস সেন জানিয়েছেন তিনি অত্যন্ত খুশি যে বিশ্ববাংলা গেটের সঙ্গে এয়ারটেলের একটি বিশেষ সম্পর্ক স্থাপিত হয়েছে ৷ তিনি আরও যোগ করেছেন এই ম্যারাথনের ফলে দেশের যুব সম্প্রদায় আরও সুস্থ আরও নিরোগ হয়ে উঠবে ৷ বাড়বে শারীরিক সক্ষমতা, থাকবে সুস্থ ও সবল ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
সুস্থ থাকুক, ভাল থাকুক কলকাতা
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement