Kolkata: পুলিশকে দেখেই দৌড়, বেলেঘাটা রোডে কাকভোরে যা ঘটল..., খাস কলকাতায় সাংঘাতিক কাণ্ড!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sudipta Sen
Last Updated:
Kolkata: আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে বেলেঘাটা থেকে গ্রেফতার পঙ্কজ বিশ্বাস নামে এক ব্যক্তি। আজ সকাল ৭:০৫ নাগাদ বেলেঘাটা রোড থেকে পঙ্কজ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ৷
কলকাতা: আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে বেলেঘাটা থেকে গ্রেফতার পঙ্কজ বিশ্বাস নামে এক ব্যক্তি। আজ সকাল ৭:০৫ নাগাদ বেলেঘাটা রোড থেকে পঙ্কজ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ৷ পঙ্কজের বাড়ি পটারি রোডে।
আজ সকাল ৫.৪০ মিনিট নাগাদ, শিয়ালদহ কোর্ট কমপ্লেক্সের সামনে কর্তব্যরত অবস্থায়, শিয়ালদহ ট্রাফিক গার্ডের হোমগার্ড সুজিত খারা একজনকে বেলেঘাটা মেইন রোডের দিকে এগিয়ে যেতে দেখেন। সুজিত লক্ষ্য করেন যে, লোকটির টি-শার্টের ভেতরে কোমর থেকে কিছু একটা বেরিয়ে আছে। হোমগার্ড সুজিতের সঙ্গে চোখাচোখি হলে, লোকটি সন্দেহজনকভাবে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর লোকটির এই গতিবিধি দেখে , হোমগার্ড সুজিত খারা এবং সিভিক ভলান্টিয়ার রণবীর সিং তাকে আটকান এবং তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। যা মূলত একটি সিঙ্গেল শট শায়ার বন্দুক। পরে তারা সঙ্গে সঙ্গে বিষয়টি ঘটনাস্থলের কাছাকাছি কর্তব্যরত শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট হিরণ্ময় সরকারকে বিষয়টি জানান। পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনানুগ পদক্ষেপের জন্য সার্জেন্ট হিরন্ময় সরকার লোকটিকে এন্টালি থানার কর্তব্যরত অফিসারের কাছে হস্তান্তর করেন।
advertisement
৭:০৫ নাগাদ সমস্ত নিয়ামানুসারে এন্টালি থানার পুলিশ লোকটিকে গ্রেফতার করেছে বলে খবর। পুলিশ সূত্রে খবর লোকটির নাম পঙ্কজ বিশ্বাস। ট্যাংরার পটারি রোডের বাসিন্দা। বাবা তোতন বিশ্বাস। কীভাবে তার কাছে এই আগ্নেয়াস্ত্র এল? কেনইবা এই আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়েছিল এই পঙ্কজ তা এখনও জানা যায়নি। এর তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ৷ বাড়িতে জিজ্ঞাাসাবাদ করা হবে বলে খবর।
advertisement
তবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে বেলেঘাটা থেকে গ্রেফতার পঙ্কজ বিশ্বাস নামে এক ব্যক্তি। আজ সকাল ৭:০৫ নাগাদ বেলেঘাটা রোড থেকে পঙ্কজ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ৷ পঙ্কজের বাড়ি পটারি রোডে এমনটাই জানায় পুলিশ মারফত। এবার এই লোকটির বিষয়ে নানান তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 3:40 PM IST