যৌনকর্মী ও তাঁর শিশুদের কেরিয়ার গড়ার পথ দেখাবে সরকার !
Last Updated:
রাজ্যের যৌনকর্মী ও তাঁর শিশুদের ভবিষ্যতকে উজ্জ্বল করে তোলার জন্য এবার নতুন পদক্ষেপ নিয়ে এগিয়ে এল রাজ্য সরকারের
#কলকাতা: রাজ্যের যৌনকর্মী ও তাঁর শিশুদের ভবিষ্যতকে উজ্জ্বল করে তোলার জন্য এবার নতুন পদক্ষেপ নিয়ে এগিয়ে এল রাজ্য সরকারের শিশুকল্যাণ দফতর ও নারীকল্যাণ দফতর ৷ সমাজের মূল স্রোতের সঙ্গে তাল মেলাতে এবার যৌনকর্মীদের জন্য অলটারনেটিভ কেরিয়ার গড়ার পথ দেখানোর বিশেষ ব্যবস্থা করল রাজ্য সরকারের শিশুকল্যাণ দফতর ও নারী কল্যাণ দফতর ৷
বৃহস্পতিবার শহরে তাঁরই উদ্যোগে হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠানে হাজির ছিলেন, শিশু ও নারী কল্যাণ দফতরের সভাপতি শশী পাঁজা ৷
তবে শুধু যৌনকর্মী ও তাঁর শিশুদের নয় ৷ যাঁরা পাচার চক্রের ঘটনায় নির্যাতিত তাঁদেরকে স্বসম্মানে বেঁচে থাকার পথ দেখানোর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এই অনুষ্ঠানে মূলত হস্তশিল্প, কারিগরি বিদ্যার ওপরই জোর দেওয়া হয় বেশি ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2016 6:19 PM IST