বাচ্চার জন্ম দিল তৃণা, শীতের শেষেও চিড়িয়াখানায় খুশির আমেজ

Last Updated:

তৃণা আলিপুর চিড়িয়াখানার এক জিরাফ। গত ২৫ ফেব্রুয়ারি একটি মেয়ের জন্ম দিয়েছে জিরাফটি।

ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিল তৃণা। আপাতত মেয়ে ভাল আছে। রয়েছে তৃণার কাছেই।
তৃণা আলিপুর চিড়িয়াখানার এক জিরাফ। গত ২৫ ফেব্রুয়ারি একটি মেয়ের জন্ম দিয়েছে জিরাফটি। আলিপুর চিড়িয়াখানায় শেষ শীতে তাই খুশির মেজাজ৷ চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত জানান, "এ সপ্তাহে তৃণার কাছেই থাকবে বাচ্চাটি। সামনের সপ্তাহে তাকে ছেড়ে দেওয়া হবে দর্শকদের জন্য। তার আগে ওর নামকরণও করা হবে। ইতিমধ্যেই ওর কথা ভেবে আমরা দু'তিনটি নামের তালিকা করে রেখেছি।"তকেমন আছে তৃণার সন্তান? আশিসবাবুই জানালেন, ‘‘প্রথম দিন মায়ের দুধ পায়নি সদ্যোজাত। তাঁকে ওআরএস দেওয়া হয়েছে। পর দিন তাকে দেওয়া হয় মোষের দুধ। তৃতীয় দিন থেকে অবশ্য মায়ের দুধই খাচ্ছে ওই সদ্যোজাত। আপাতত সে সুস্থ৷’’ চিড়িয়াখানার কর্মীরা জানাচ্ছেন, বাচ্চা হওয়ার পরে যে কোনও মা-ই তাকে আঁকড়ে থাকে। তৃণার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এখন তৃণা বাচ্চাকে কাছছাড়া করছেই না, কোনও চেনা কর্মী ছাড়া কাছে ঘেঁষতেও দিচ্ছে না।
advertisement
আলিপুর চিড়িয়াখানায় ভারতের সব চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বেশি। সেখানে এতদিন ১০টি জিরাফ ছিল। তৃণার পরিবারে নতুন সদস্য আসায় সংখ্যাটা বেড়ে  দাঁড়াল ১১।
advertisement
ক'দিন আগেই আলিপুর চিড়িয়াখানায় একটি জেব্রার বাচ্চা জন্ম নেয়। ১৪ ফেব্রুয়ারি হওয়ায় তার নাম রাখা হয় ভ্যালেন্টিনা।
পরপর জেব্রা আর জিরাফের বাচ্চা হওয়ায় খুশি চিড়িয়াখানার কর্মীরা।  চিড়িয়াখানায় থাকা প্রাণীদের উপযুক্ত যত্ন এবং দেখভালের কারণেই এই সাফল্য বলে মনে করছেন চিড়িয়াখানার শীর্ষ কর্তারা।
advertisement
Shalini Datta
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাচ্চার জন্ম দিল তৃণা, শীতের শেষেও চিড়িয়াখানায় খুশির আমেজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement