#কলকাতা: ফের দুর্ঘটনা মা সেতুতে। বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গাড়ির গতিবেগ সম্ভবত বেশি ছিল। সে কারণেই, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে ডিভাইডারে।
পুলিশ সূত্রে খবর, কলকাতার ধাপা অঞ্চলের দিক থেকে মা ফ্লাইওভারের উপর দিয়ে পার্ক সার্কাসের দিকে আসে গাড়িটি। মাঝপথেই নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির গতিবেগ যে বেশ ভালই ছিল, তা কিছুটা বোঝা যাচ্ছিল গাড়িটির পরিস্থিতি দেখে। একেবারে দুমড়ে-মুচড়ে যায় সামনের অংশ।
পুলিশ সূত্রে খবর, আহত দুজনের একজনের মাথায় এবং একজনের হাতে চোট গুরুতর। দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছন তিলজলা ট্রাফিক গার্ড এবং প্রগতি ময়দান থানার পুলিশ কর্মীরা। তাঁরাই উদ্ধার করেন দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে। গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ ঠিক কি ছিল, গাড়ির যান্ত্রিক গোলযোগ, নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।