পাটুলিতে ৮৫ বছরের বৃদ্ধাকে বেধড়ক মারধর নার্সের, দেখুন সেই শিউরে ওঠা ভিডিও
Last Updated:
#কলকাতা: অমানবিকতার নজির পাটুলিতে। ৮৫ বছরের বৃদ্ধাকে চড়, চুলের মুঠি ধরে মারধর নার্সের। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল এমনই ছবি। অভিযুক্ত নার্সকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ।
শয্যাশায়ী এক বৃদ্ধা। তাঁকেই কখনও চুলের মুঠি ধরে কখনও বা কিল, চড় মেরে নির্মম অত্যাচার। ছবি দেখলে রীতিমত শিউরে উঠতে হয়।
এমনই এক অমানবিক ঘটনা পাটুলির ঘোষপাড়ায়।
advertisement
চারমাস আগে বাঘাযতীনের একটি আয়া সেন্টার থেকে আনা হয় সংযুক্তা পাইক নামে এই নার্সকে। সেই থেকেই ৮৫ বছরের বৃদ্ধা সুকুমারী সাহাকে দেখাশোনা করতেন তিনি। কদিন ধরেই বৃদ্ধার শরীরে কালসিটে দাগ লক্ষ করে পরিবার। সিসিটিভি ফুটেজ দেখতেই সামনে আসে গোটা ঘটনা।
advertisement
যাঁর হাতে দেখভালের দায়িত্ব, তিনি কীভাবে এমন ঘটনা ঘটালেন?
পাটুলি থানায় অভিযোগ দায়ের করে বৃদ্ধার পরিবার। শুক্রবার সকালে অভিযুক্ত নার্স সংযুক্তা পাইককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মারধরের অভিযোগ স্বীকার করেছে ওই নার্স। কিন্তু কী কারণে এমন অমানবিক কাজ? তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2019 5:45 PM IST