অবসর নেওয়ার পর কেটে গিয়েছে ২০ বছর, বকেয়া পেনশনের দাবিতে এখনও লড়ছেন ৮০ বছরের বৃদ্ধ

Last Updated:

অনেকে চল্লিশেই চালশে। কিন্তু, উলুবেড়িয়ার মনোজকুমার রায়চৌধুরী, আশি বছরেও লড়ে যাচ্ছেন। সেই লড়াইয়ের সাক্ষী কলকাতা হাইকোর্ট।

#কলকাতা: অনেকে চল্লিশেই চালশে। কিন্তু, উলুবেড়িয়ার মনোজকুমার রায়চৌধুরী, আশি বছরেও লড়ে যাচ্ছেন। সেই লড়াইয়ের সাক্ষী কলকাতা হাইকোর্ট।
আশিতে আসিও না। কিন্তু, অনেককে আসতেই হয়। আশি হয়ত শরীরে ছাপ ফেলে। কিন্তু, কেউ কেউ আশিতেও লড়াইটা ভোলেন না।
advertisement
এই আশি বছর বয়সেও বকেয়া পেনশনের দাবিতে লড়ে যাচ্ছেন। লড়ছেন আইনি লড়াই। নিয়মিত আসেন কলকাতা হাইকোর্টে। পা আর সেই গতিতে চলে না। কিন্তু, পদক্ষেপ আজও দৃঢ়। শরীর আর দেয় না। কিন্তু, মনের জোর এতটুকু কমেনি।
advertisement
ছোট থেকেই স্বপ্ন ছিল শিক্ষক হবেন।
১৯৫৯ সালে উলুবেড়িয়ার গঙ্গারামপুর প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক পদে যোগ দেন।
তখন মাইনে ছিল সাতচল্লিশ টাকা
১৯৯৮ সালে যখন অবসর নেন তখন ৬ হাজার।
পেনশন নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। জল গড়ায় আদালতে। বিপক্ষে তৎকালীন বাম সরকার। কিন্তু, এই বৃদ্ধ ও তাঁর সঙ্গী আরও বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সরকারি স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা বার বার আইনি লড়াইয়ে জিতেছেন। তারপরেও নতুন করে তৈরি হয় জটিলতা। এবার বকেয়া পেনশন নিয়ে। সেই মামলাই চলছে।
advertisement
আশিতে পৌঁছলে সংসারে অনেকেরই আদর কমে। আশিতে যেন বোঝা। জিনিসপত্রের আগুন দাম। গ‍্যাসের দাম নিয়ম করে বাড়ছে। আচ্ছে দিন তা হলে কোথায়? মিলছে না উত্তর। এই বাজারে বকেয়া পেনশনটা পাওয়া গেলে সুরাহা হয়। হয়ত, তখন সংসারে কিছুটা মূল‍্যও বাড়বে। তাই শরীর না চাইলেও আসতেই হয় আদালতের দরজায়। হোক না বয়স আশি। আশিতেও অনেক আশা থাকে। অনেক লড়াই থাকে। হার না মানা মন থাকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অবসর নেওয়ার পর কেটে গিয়েছে ২০ বছর, বকেয়া পেনশনের দাবিতে এখনও লড়ছেন ৮০ বছরের বৃদ্ধ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement