Duare Sarkar: 'দুয়ারে সরকার'-এ যুক্ত হল আরও ৪ টি নতুন প্রকল্প, জানাতে পারবেন অভিযোগও, জানুন বিশদে
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Duare Sarkar: বৃহস্পতিবার মুখ্য সচিব জানান এখনও পর্যন্ত দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে ৭ কোটি ২০ লক্ষ মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এবার মোট ৩৫ টি প্রকল্পের সুবিধা দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে পাওয়া যাবে।
কলকাতা: ৪১ জন সিনিয়র আইএএস অফিসারের নজরদারিতে এবার দুয়ারে সরকার কর্মসূচি হচ্ছে। বৃহস্পতিবার মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন। রাজ্যের তরফে পাঁচটি ডিভিশনের জন্য মোট ৪১ জন আইএএস অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে দুয়ারে সরকার প্রকল্পে নজরদারি করার জন্য। যার মধ্যে একাধিক জেলায় সাব ডিভিশন ভাগভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসারদের। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যব্যাপী দুয়ারে সরকার কর্মসূচি। প্রত্যেকটি দুয়ারে সরকার ক্যাম্পেই থাকবে আলাদা করে অভিযোগ জানানোর জায়গা।
দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কারোর কোনও অভিযোগ জানানোর হলে সেই অভিযোগ বাক্সে অভিযোগ জানাতে পারবেন বলেই এদিন জানিয়েছেন মুখ্য সচিব। প্রত্যেকটি দুয়ারে সরকার ক্যাম্পে রাখা থাকবে হেল্প ডেস্ক। পাশাপাশি রাজ্যের তরফে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। ১৮০০৩৪৫০১১৭/০৩৩২২১৪০১৫২ সহ আরও ১৫ টি লাইন থাকবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে মোট চারটি নতুন প্রকল্প যুক্ত হয়েছে। বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন, সহ আরও দুটি নতুন প্রকল্পকে যুক্ত করা হয়েছে এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে।
advertisement
advertisement
আগামীকাল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার প্রকল্প। এদিন তা নিয়ে মুখ্য সচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেন। যে অঞ্চলগুলিতে পৌঁছানো তুলনামূলকভাবে কষ্টকর সেই অঞ্চলগুলিতে যাতে মোবাইল ভ্যান এর মাধ্যমে পরিষেবা দেওয়া যায় সে বিষয়েও জেলা শাসকদের বিশেষ নির্দেশ দিয়েছেন এদিনের বৈঠকে।
advertisement
এদিন সাংবাদিক সম্মেলন করে মুখ্য সচিব বলেন, ‘বাড়ির কাছাকাছি,এলাকার কাছাকাছি যাতে ক্যাম্প করা যায় সেই বিষয়ে দেখা হচ্ছে। ‘মূলত ১লা সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন আবেদন নেওয়া হবে ক্যাম্পের মাধ্যমে দুয়ারে সরকার কর্মসূচিতে। ১৮ই সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে পরিষেবা। পাশাপাশি বুথ ভিত্তিক দুয়ারে সরকার ক্যাম্প করা হবে বলেও এদিন জানানো হয়েছে নবান্নের তরফে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2023 7:04 PM IST