#কলকাতা: স্কুলে শিশুর উপর যৌন নিগ্রহের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার এক নামী স্কুলে ৷ মাত্র চার বছরের এক স্কুল ছাত্রীর উপর যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে ৷ রানিকুঠির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা ৷ অভিযুক্ত শিক্ষক অভিষেক রায়-কে আটক করেছে পুলিশ ৷ তিনি গড়িয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ নির্যাতিত শিশুকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ স্কুলের সামনে এদিন তীব্র বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷
গতকাল, বৃহস্পতিবার রানিকুঠির ওই স্কুল ছুটির পর নার্সারির ওই ছাত্রীর মা তাকে বাড়ি নিতে এসে দেখেন, কান্নাকাটি করছে মেয়ে। বাড়ি নিয়ে যাওয়ার পর পোশাকে রক্ত দেখতে পান। প্রস্রাব দিয়ে বার হয় রক্ত। এরপরই মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর অভিভাবকরা বুঝতে পারেন, কোনও সংক্রমণ বা অন্য কিছু নয় ৷ মেয়ের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে !
প্রথমে বাঁশদ্রোণী থানায় অভিযোগ জানাতে নির্যাতিত ছাত্রীর বাবা গেলেও সেখান থেকে তাঁকে পাঠানো হয় যাদবপুর থানায় ৷ এরপর এসএসকেএম-এ মেডিক্যাল পরীক্ষার জন্য শিশুটিকে নিয়ে যাওয়া হয় ৷ এই স্কুলের বিরুদ্ধে তিন বছর আগেও এমন অভিযোগ উঠেছে বলে জানা যাচ্ছে ৷ মাত্র চার বছরের শিশুর সঙ্গে এমন ঘটনা ঘটার পর এখন ওই স্কুলে নিজেদের সন্তানদের পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: GD Birla Ranikuthi, GD Birla School, Molestation Case, School Girl Molestation case