Mysterious Death: রক্তে ভাসছে সারা ঘর, বমিতে মাখামাখি শরীর, বড়বাজারের গেস্ট হাউসের দরজা খুলতেই...
- Reported by:Sanhyik Ghosh
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Mysterious Death: বড়বাজারের একটি গেস্ট হাউসে এক ব্যক্তির রহস্যমৃত্যু। বুধবার সকাল সাড়ে ছ’টা নাগাদ নিউ গুজরাট গেস্ট হাউসের তৃতীয় তলায় রক্ত ও বমিতে ভরা অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি।
কলকাতা: বড়বাজারের একটি গেস্ট হাউসে এক ব্যক্তির রহস্যমৃত্যু। বুধবার সকাল সাড়ে ছ’টা নাগাদ নিউ গুজরাট গেস্ট হাউসের তৃতীয় তলায় রক্ত ও বমিতে ভরা অবস্থায় পড়ে ছিলেন জলপাইগুড়ির বাসিন্দা পবন কুমার দাস (৩৭)।
বড় বাজারের একটা লজ থেকে বিহারের বাসিন্দার দেহ উদ্ধার৷তাঁকে দ্রুত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
advertisement
প্রাথমিকভাবে শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। আপাতত পুরো ঘটনাটির তদন্ত চালাচ্ছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 13, 2025 1:07 PM IST










