পুজো আসছে। শরতের নীল আকাশ রঙ ধরাচ্ছে গণেশের মনেও। চায়ের দোকানে কাপ, প্লেট ধোওয়ার ফাঁকেই পাড়ায় দুর্গা আসার অপেক্ষায় গণেশ। দুর্গা আসে। কিন্তু ছুটি মেলে না এগারো বছরের কিশোরের। শিশু শ্রমিক গণেশের চোখেই এবার পুজো দেখা দমদমপার্ক তরুণ সংঘে।
ঘরে বসেই সেরে ফেলুন পুজো দেখা
দেখুন মণ্ডপের 360 ডিগ্রি ভিউ
দেখে নিন মণ্ডপের ভিতর
দেখে নিন কেমন সেজেছে মণ্ডপ
দেখে নিন দমদমপার্ক তরুণ সংঘের পুজো মণ্ডপ
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 360 degree view, Durga Puja 360