রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার মুক্তি আলোয় আলোয়। জন্ম থেকে মৃত্যু। ঘুরছে জীবনের চাকা। এ এক আবর্ত। ভোগবাদের আবর্তের জালে যেন হাঁসফাঁস জীবন। হারিয়ে যায় নিজস্বতাই। নিজেকে খুঁজে পেতে সহজে মুক্তির পথের খোঁজ দিচ্ছে হিন্দুস্তান পার্ক সর্বজনীনে।
কাঠ, লোহা, ফাইবার আর পেইন্টিংয়ের কোলাজ। মণ্ডপে বিভিন্ন প্রতীকে ফুটছে থিমের ভাবনা। জন্মের পর পৃথিবীর রঙ্গমঞ্চ যেন সার্কাস। এগিয়ে যাওয়ার প্রতীক ঘোরানো সিঁড়ি।
ঘরে বসেই ৩৬০ ডিগ্রি শ্যুটে দেখে ফেলুন হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপ ৷ দেখুন 360 ডিগ্রিনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2018, Durga Puja 360, Hindustan park sarbojanin