West Bengal Covid 19 Update: ২৫ হাজারের দোরগোড়ায় দৈনিক সংক্রমণ, রাজ্যে বেলাগাম গতিতে বাড়ছে করোনা

Last Updated:

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা যে তিরিশ থেকে পয়ত্রিশ হাজারে পৌঁছতে পারে, কয়েকদিন আগে স্বাস্থ্য ভবনের তরফেই সেই সতর্কতা জারি করা হয়েছিল (West Bengal Covid 19 Update)৷

কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় হরিয়ানা, উত্তরাখণ্ড এবং অন্যান্য বেশ কয়েকটি রাজ্য কোভিড বিধিনিষেধ তুলে নিয়েছে। ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং প্রধান প্রশাসকদের জানিয়েছেন, ২১ জানুয়ারি থেকে ভারতে করোনাগ্রাফ আরও কমবে। এমতাবস্থায় হরিয়ানা সরকার ১৬ ফেব্রুয়ারি থেকে সমস্ত কোভিড বিধি শিথিল করেছে। তবে বাসিন্দাদের সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে।
কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় হরিয়ানা, উত্তরাখণ্ড এবং অন্যান্য বেশ কয়েকটি রাজ্য কোভিড বিধিনিষেধ তুলে নিয়েছে। ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং প্রধান প্রশাসকদের জানিয়েছেন, ২১ জানুয়ারি থেকে ভারতে করোনাগ্রাফ আরও কমবে। এমতাবস্থায় হরিয়ানা সরকার ১৬ ফেব্রুয়ারি থেকে সমস্ত কোভিড বিধি শিথিল করেছে। তবে বাসিন্দাদের সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে।
#কলকাতা: এক ধাক্কায় ২৪ রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ২৫ হাজারের দোরগোড়ায় (West Bengal Covid 19 Update)৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪,২৮৭ জন৷ মৃত্যু হয়েছে ১৮ জনের৷ কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭১২ জন (Covid 19 in Kolkata৷ কলকাতায় করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচ জনের৷
গতকাল রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজারের কিছু বেশি৷ যদিও শনিবারের তুলনায় আজ নমুনা পরীক্ষাও হয়েছে অনেকটা বেশি৷ শনিবার যেখানে ৬৩ হাজারের কিছু বেশি, সেখানে গত চব্বিশ ঘণ্টায় ৭১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ পরিসংখ্যানই বলছে, মোট নমুনা পরীক্ষার এক তৃতীয়াংশই পজিটিভ এসেছে৷ রাজ্যে এই মুহূর্তে পজিটিভিটি রেট ৩৩.৮৯ শতাংশ৷
advertisement
advertisement
রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা যে তিরিশ থেকে পয়ত্রিশ হাজারে পৌঁছতে পারে, কয়েকদিন আগে স্বাস্থ্য ভবনের তরফেই সেই সতর্কতা জারি করা হয়েছিল৷ যে ভাবে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে স্বাস্থ্য কর্তাদের সেই আশঙ্কা সত্যিই হওয়া হয়তো সময়ের অপেক্ষা মাত্র৷
advertisement
করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে গত কয়েকদিন ধরে বেশ কিছু বিধিনিষেধ জারি হয়েছে রাজ্যে৷ স্থানীয় ভাবে বহু জায়গাতেই বাজার বন্ধ রাখার মতো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তার পরেও সংক্রমণের হারে লাগাম টানা যাচ্ছে না৷ ফলে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনই উদ্বেগ বাড়ছে রাজ্য প্রশাসনের৷ বিশেষত এখনও এক শ্রেণির মানুষের মধ্যে যে অসচেতনতার ছবি দেখা যাচ্ছে, তাতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে৷
advertisement
যথারীতি সবথেকে খারাপ অবস্থা কলকাতার৷ কলকাতার পরেই তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগণা৷ সেখানে চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫০৫৩ জন৷ দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি এবং পশ্চিম বর্ধমানেও গত চব্বিশ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Covid 19 Update: ২৫ হাজারের দোরগোড়ায় দৈনিক সংক্রমণ, রাজ্যে বেলাগাম গতিতে বাড়ছে করোনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement