পুজোয় এবার কন্ট্রোল থাকবে নবান্নের হাতে
Last Updated:
#কলকাতা: দুর্গা পুজো উপলক্ষে বিশেষ কন্ট্রোলরুম খুলল নবান্ন ৷ পুজোয় যেকোন ধরনের বিপর্যয় এড়াতে এই কন্ট্রোল খুলছে নবান্ন ৷ ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো ২৪ ঘণ্টাই চালু থাকবে বিপর্যয় মোকাবিলা দফতরের নয়া কন্ট্রোল রুম ৷
নবান্ন থেকেই উৎসবের দিনগুলিতে গোটা শহরে চলবে নজরদারি ৷ কোথাও কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে ৷ এছাড়া উৎসবের মাঝে অসুবিধায় পড়লেই কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারবেন আমজনতা ৷ অভিযোগ পেলেই নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা ৷
কন্ট্রোল রুমের টোল-ফ্রি নম্বর হল ১০৭০, ২২১৪৩৫২৬ ৷ এছাড়া পুজোয় ২৪ ঘণ্টা খোলা থাকবে পুলিশের কন্ট্রোল রুমও ৷
advertisement
advertisement
অন্যদিকে, বিসর্জনের সময়সীমা বাড়াল রাজ্য। দশমীর সন্ধে ৬টার বদলে রাত ১০টা পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে বলে হাইকোর্টে জানাল রাজ্য সরকার। তবে পঞ্জিকা মতে, বিসর্জনের সময় রাত দেড়টা পর্যন্ত করার অনুরোধ মামলার আবেদনকারীর। মুম্বই পুলিশের উদাহরণ দিয়ে রাজ্যকে খোঁচা আদালতের। সোমবার ফের মামলার শুনানি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2017 6:09 PM IST
