ব্যাঙ্ক থেকে ২৪ হাজার টাকা গায়েব ! খোদ কলকাতায় ভুয়ো ফোনে ফের টাকা চুরি
Last Updated:
#কলকাতা: বার বার নানা ভাবে সতর্ক করা সত্ত্বেও মানুষ এই ভুলটা করেই চলেছেন। প্রত্যেকটি ব্যাঙ্ক নিয়মিত তাঁদের গ্রাহককে সতর্ক করে চলেছে যে, যদি কেউ আপনার থেকে আ্যাকাউন্ট নম্বর, এটিএম পাসওয়ার্ড জানতে চায় তাহলে বলবেন না। কিন্তু তবুও মানুষ সেই ভুলটা করেই চলেছেন।
ভর দুপুরে দক্ষিণ কলকাতার এক বৃদ্ধার কাছে ফোন আসে। UBI ব্যাঙ্কের নাম করে ফোনটা করা হয়। তাঁকে বলা হয় যে ভদ্রমহিলার এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছে। সেই অনুযায়ী তাঁর থেকে ব্যাঙ্কের সব তথ্য জানতে চাওয়া হয়। তিনিও ফোনেও সব বলে দেন। তারপর ফোনে একটা OTP আসে। এবং ভদ্র মহিলা সেটাও বলে দেন। তারপরেই ২৪ হাজার টাকা গায়েব হয়ে যায় ভদ্রমহিলার আ্যাকাউন্ট থেকে। লাল বাজারে অভিযোগ জানানো হয়েছে। তবে এখনও কে বা কারা টাকা চুরি করেছে তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2019 5:17 PM IST