#কলকাতা : রোজই সোয়াইন ফ্লুয়ের আক্রমণে মানুষ মারা যাচ্ছেন কলকাতায় ৷ বৃহস্পতিবার একটি ১০ মাসের শিশুর মৃত্যুর পরদিনই দু্‘জনের মৃত্যু হল ৷
এদিন Amri তে মারা গেলেন ৫৩ বছরের অনিতা ভুঁই ৷ আরেকজন মারা গেছেন হুগলির চুঁচুড়ায় ৮১ বছরের রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷
একদিন আগেই সোয়াইন ফ্লু-র বলি হয়েছিল ১০ মাসের শিশু ! জানা গিয়েছে মৃতার নাম মধুস্মিতা ঘোষ, হুগলির চুঁচুড়ার বাসিন্দা। ২১ জানুয়ারি পার্ক সার্কাসের 'ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ'-এ ভর্তি করা হয় মধুস্মিতাকে। চলছিল চিকিৎসা। কিন্তু শেষপর্যন্ত চিকিৎসায় সাড়া মেলেনা ৷ মৃত্যুর কোলে ঢলে পড়ে ১০ মাসের শিশু।
আরও পড়ুন - পদ্মভূষণে সম্মানিত বাচেন্দ্রি পাল, পদ্মশ্রী গম্ভীর সহ আট জন ক্রীড়াবিদ
এই নিয়ে এই রাজ্যে সোয়াইন ফ্লু-য়ের বলি ৩ জন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Swine Flu, West bengal, কলকাতা, সোয়াইন ফ্লু