ফের ভিলেন 'লাল-গাড়ি', চিংড়িহাটা দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বেপরোয়া গতিতে দুটি পৃথক দুর্ঘটনা শহরে
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দুটি ঘটনা রাতের অন্ধকারে হওয়ায় বড়সড় ক্ষয়ক্ষতি বা জীবনহানির মত ঘটনা এড়ানো গেছে বলে দাবি পুলিশের
#কলকাতা: চিংড়িহাটায় পথদুর্ঘটনার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের লাগামহীন গতির জেরে দুর্ঘটনা শহরে। রাতের কলকাতায় বেলাগাম গতিতে গাড়ি চালানোর কারণে ঘটল দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে একদিকে পাকসার্কাসের সেভেন পয়েন্ট-এর কাছে পোস্টে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, অন্যদিকে সাইন্স সিটির কাছে মা ফ্লাইওভারে বেপরোয়া গতিতে গাড়ি এসে ভাঙল ল্যাম্প পোস্ট। দুটি ঘটনার ক্ষেত্রেই তদন্ত করছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রাতে পার্ক সার্কাসের কাছে একটি সিডান গাড়ি উল্টে আহত হন তিনজন। রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ সেভেন্ট পয়েন্ট-এর কাছে এজেসি বোস রোডে বিকট আওয়াজ পান আশপাশের মানুষ। ছুটে এসে দেখেন লাল রঙের একটি গাড়ি ধাক্কা মেরে পুরোপুরি উল্টে রয়েছে। উল্টে যাওয়া গাড়ি থেকে চালক-সহ তিন জনকে উদ্ধার করেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, রাস্তার পাশের স্তম্ভে ধাক্কা মেরে গাড়িটি আচমকা পাল্টি খায়। অভিযোগ, গাড়িতে থাকা তিন জনই মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে রাস্তা থেকে সরায়। তবে স্বাভাবিকভাবেই গাড়িটিকে সরাতে যথেষ্ট বেগ পেতে হয় সবাইকে।
advertisement
দ্বিতীয় ঘটনাটি গতকাল রাত আড়াইটে নাগাদ ঘটে। সাইন্স সিটির দিক থেকে পাক সার্কাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। মা ফ্লাইওভারে ওঠার পরে ডানদিক ঘোরার সময় বেপরোয়া গতিতে গাড়িটি ডিভাইডারে উঠে গিয়ে ধাক্কা মারে একটি ল্যাম্প পোস্টে। ঘটনার পরে ল্যাম্পপোস্টটি ফ্লাইওভারের ওপর পড়ে যায়। ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে বেরিয়ে তৎক্ষণাৎ পালিয়ে যান গাড়ির চালক। ঘটনার তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। গাড়ির নাম্বার থেকে মালিকের তথ্য নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করতে চলেছে পুলিশ। ঘটনার সময় কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, পুলিশের তরফে তা তদন্ত করে জানার চেষ্টা চালানো হচ্ছে।
advertisement
advertisement
দুটি ঘটনা রাতের অন্ধকারে হওয়ায় বড়সড় ক্ষয়ক্ষতি বা জীবনহানির মত ঘটনা এড়ানো গেছে বলে দাবি পুলিশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2022 2:21 PM IST