Manipur Violanece | কঠিন হচ্ছে পরিস্থিতি! নবান্নের উদ্যোগে অশান্ত মণিপুর থেকে ঘরে ফিরলেন বাংলার ১৮ পড়ুয়া
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
জনজাতি সংঘর্ষে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুর৷ নামাতে হয়েছে সেনা৷ উন্মত্ত জনতার হাতে খুন হয়েছেন আয়কর আধিকারিক, সিআরপিএফ জওয়ান৷
আগরতলা: মণিপুরে পাঠরত একাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বিগ্ন তাঁদের পরিবার। এ রাজ্যের পড়ুয়ারা মণিপুরে আটকে আছেন। স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। তবে এরই মাঝে আশার আলো৷ নবান্নের উদ্যোগে মণিপুর থেকে নিরাপদে ঘরে ফিরলেন এ রাজ্যের ১৮ জন পড়ুয়া। ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিষয়টি নিয়েআশঙ্কায় ভুগছিলেন। বিষয়টি জানতে পারার পরেই ব্যবস্থা নেয় নবান্ন। কলকাতা বিমানবন্দর থেকে ছাত্রছাত্রীদের ঘরে ফেরানোর ব্যবস্থাও করেছে রাজ্য প্রশাসন।
Relieved to inform that, after receiving distress calls at the Nabanna Control Room, 18 Students of West Bengal studying at College of Agriculture, Central Agricultural University, Imphal have been specially evacuated by us at GOWB cost. They have been flown in to Kolkata by… pic.twitter.com/51UMy0402Q
— Mamata Banerjee (@MamataOfficial) May 8, 2023
advertisement
advertisement
জনজাতি সংঘর্ষে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুর৷ নামাতে হয়েছে সেনা৷ উন্মত্ত জনতার হাতে খুন হয়েছেন আয়কর আধিকারিক, সিআরপিএফ জওয়ান৷ পরিস্থিতি শান্ত করতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে মণিপুর সরকার৷ অশান্তি ছড়িয়েছে রাজধানী ইমফলেও৷
advertisement
মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের যে বাসিন্দারা এই মুহূর্তে মণিপুরে আটকে রয়েছেন, তাদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ মণিপুরে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের জন্য হেল্পলাইন নম্বরও ট্যুইটারে জানিয়েছেন মমতা৷ এ রাজ্যের বহু বাসিন্দাই মণিপুরে থাকেন৷ ট্যুইটারে তাঁদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মণিপুর থেকে সাহায্য চেয়ে মানুষের যে ধরনের বার্তা এবং অনুরোধ পাচ্ছি, তাতে গভীর ভাবে উদ্বিগ্ন৷
advertisement
মণিপুরের বাসিন্দা এবং সেখানে বসবাসকারী অন্যান্য রাজ্যের যে বাসিন্দারা অশান্তিতে আটকে পড়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন৷ পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে দাঁড়াতে দায়বদ্ধ এবং মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় রেখে যাঁরা আটকে পড়েছেন তাঁদের উদ্ধার করবে৷ অসহায় মানুষকে সাহায্যের জন্য মুখ্যসচিবকে সেই নির্দেশ দেওয়া হয়েছে৷ আমরা মানুষের সঙ্গে সবসময় আছি৷ প্রত্যেকের কাছে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছি৷’
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 1:20 PM IST