হোম /খবর /কলকাতা /
ইস্তফা দিলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ১৬ জন চিকিৎসক

NRS-এর চিকিৎসক নিগ্রহের জের, ইস্তফা দিলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ১৬ জন চিকিৎসক

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: নীলরতন সরকারে চিকিৎসকদের আন্দোলনের পাশে গোটা দেশ । একাধিক হাসপাতালে ইস্তফা দিয়েছেন চিকিৎসকরা । আরজিকর মেডিক্যালে ৯৬ জন চিকিৎসক আজই ইস্তফা দিয়েছেন ; এরপরই ন্যাশনাল মেডিক্যাল কলেজে ইস্তফা দিয়েছেন ১৬ জন চিকিৎসক ।

    cnmc resignation

    সঠিক নিরাপত্তার দাবিতে এনআরএস চিকিৎসকদের আন্দোলনের আজ চতুর্থ দিন । এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে এইমস সহ দেশের অন্যান্য হাসপাতালগুলি । গতকাল সাগরদত্ত হাসপাতালেও ইস্তফা দিয়েছিলেন চিকিৎসকরা। ইস্তফা দিয়েছেন এনআরএসের অধ্যক্ষ ও সুপারও । আজ ইস্তফা দিয়েছেন ন্যাশনাল মেডিক্যালের ১৬ জন চিকিৎসক। এনআরএসের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে শতাধিক চিকিৎসক ইস্তফা দিয়েছেন।

    গতকাল স্বাস্থ্য দফতরের তরফে পরিষেবা চালু করার দাবি জানানো হলেও সশস্ত্র পুলিশবাহিনী ও নিরাপত্তার দাবিত অনড় রয়েছেন চিকিৎসকরা ফলে কার্যত অচলাবস্থা রাজ্যে । এখনও পর্যন্ত মিলছে না সঠিক সমাধানসূত্র ।

    First published:

    Tags: National Medical college, NRS Agitation