শহরের নামী শপিং মলে রমরিময়ে দেহব্যবসা! স্পা-এ হানা দিল পুলিশ

Last Updated:

বৃহস্পতিবার রাতে বেলুড়ের রঙ্গলী ও শিবপুরের অভনি শপিং মলে হানা দেয় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের দু’টি দল | মলের ভিতরে থাকা স্পা সেন্টারে হানা দিয়ে হাতেনাতে ধরা হয় ১৬ জনকে|

শপিং মলের ভিতর স্পা৷  লোকের আনাগোনা দেখে কিছু আঁচ করাও মুশকিল৷ এই ঝাঁ চকচকে জায়গাতেই রমরম চলছিলন মধুচক্রের ব্যবসা | হাওড়ার এমন দুটি নামজাদা শপিং মলে হানা দিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ৷
বৃহস্পতিবার রাতে বেলুড়ের রঙ্গলী ও শিবপুরের অভনি শপিং মলে  হানা দেয় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের দু’টি দল | মলের ভিতরে থাকা স্পা সেন্টারে হানা দিয়ে হাতেনাতে ধরা হয় ১৬ জনকে| পুলিশ সূত্রে খবর, শুক্রবার ওই অভিযুক্তদের হাওড়া আদালতে তোলা হবে|
পুলিশের এক কর্তা জানান, বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল এই  স্পা গুলির বিরুদ্ধে | অভিযোগ ওঠে স্পা গুলি শুধুমাত্র মহিলাদের জন্য হলেও পুরুষ কাস্টমারদের আনাগোনা লেগে থাকত৷ অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ নজরদারি চালাচ্ছিল, ক্রেতা সেজে স্পা-এ নিজেদের লোক ঢুকিয়ে এই চক্রের পর্দা ফাঁস করে পুলিশ |
advertisement
advertisement
শপিং মল কর্তৃপক্ষের দাবি, তাঁরা ব্যবসায়ীদের দোকান বা ষ্টল ভাড়া দেন, বেশ কয়েকটি বিধিনিষেধ জারি করেই তাদের ভাড়া বা লিজে দেওয়া হয় | তাদের ব্যবসার জায়গায়, বন্ধ ঘরে কী হচ্ছে সে বিষয় তাঁদের কোনও দায়িত্ব থাকে না ৷ তাঁরা আরও জানাচ্ছেন, এই ধরনের ঘটনা আগে প্রকাশ্যে না আসায় বা তাদের কাছে কোনো অভিযোগ জমা না পাওয়ায় তারাও এই বিষয় অবগত ছিলেন না|  বিষয়গুলি নিয়ে তারা সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন |
advertisement
ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে হাওড়া শিবপুর থানা ও বেলুড় থানা আদালতে তুলে এই চক্রের সাথে কারা কারা যুক্ত আছে তার তদন্ত করবে |
Debashish Chakrabarty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরের নামী শপিং মলে রমরিময়ে দেহব্যবসা! স্পা-এ হানা দিল পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement