ছাত্রদের সঙ্গেই থাকতে চায় ছাত্রীরা, হস্টেল বিতর্কে ১৪ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত এসআরএফটিআইয়ের

Last Updated:

ছাত্রদের সঙ্গেই থাকতে চায় ছাত্রীরা, হস্টেল বিতর্কে ১৪ জনকে বরখাস্তের সিদ্ধান্ত এসআরএফটিআইয়ের

 #কলকাতা: আলাদা নয়, একসঙ্গেই থাকতে চায় ছাত্রছাত্রীরা ৷ এই নিয়েই ফের নয়া বিতর্কে জড়িয়ে পড়ল SRFTI ৷ ছাত্র ও ছাত্রীদের পৃথক হস্টেল ইস্যু নিয়ে উত্তাল সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট ক্যাম্পাস ৷ ছাত্রীদের জন্য নির্দিষ্ট ও পৃথক হস্টেলে না গিয়ে ছাত্রদের হস্টেলে থাকার সিদ্ধান্তে অনড় ১৪ জন ছাত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে SRFTI ৷ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্লাস বয়কট করে ক্যাম্পাসেই অবস্থান বিক্ষোভে সামিল  এসআরএফটিআইয়ের পড়ুয়ারা ৷
সমস্যার সূত্রপাত হস্টেল বিভাজন থেকে ৷ সম্প্রতি ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হস্টেলের ব্যবস্থা করে SRFTI ৷ এতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা ছেলে মেয়ে নির্বিশেষে সবার একই হস্টেলে থাকার ব্যবস্থা ছিল ৷ পৃথক হস্টেলের ব্যবস্থার পর নির্দেশিকা জারি করে ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রীদের বয়েজ হস্টেল খালি করে নির্দিষ্ট করে দেওয়া ঘরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ৷
advertisement
নয়া নির্দেশিকার জারি হওয়ার পর ক্যাম্পাসে দেখা দেয় বিতর্ক ৷ বেশ কিছু ছাত্রী পুরনো ঘর খালি করে পৃথক হস্টেলে যেতে আপত্তি জানান ৷ নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পরও বয়েজ হস্টেল ছেড়ে গার্লস হস্টেলে না যাওয়ায় ১৪ জন ছাত্রীকে বরখাস্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেন ৷
advertisement
এরপরই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা ৷ তাদের দাবি ‘মরাল পুলিশিং’ করছে কর্তৃপক্ষ ৷ অন্যদিকে, কর্তৃপক্ষের দাবি, মেয়েদের সুরক্ষা নির্দিষ্ট করতেই গর্ভনিং কাউন্সিল ও অ্যাকাডেমিক কাউন্সিলের নির্দেশেই ছাত্রীদের জন্য পৃথক হস্টেলের ব্যবস্থা করা হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ছাত্রদের সঙ্গেই থাকতে চায় ছাত্রীরা, হস্টেল বিতর্কে ১৪ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত এসআরএফটিআইয়ের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement