হরিদেবপুরে পরিত্যক্ত জমি থেকে উদ্ধার ভ্রূণের দেহাবশেষ, তদন্তে কলকাতা পুলিশ
Last Updated:
#কলকাতা: এক নয় দুই নয়, একসঙ্গে ১৪ জন শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার হল কলকাতার হরিদেবপুর থেকে ৷
পাঁচিল ঘেরা পরিত্যক্ত জমিতে ১৪ শিশুর দেহ উদ্ধার ঘিরে এলাকায় দারুণ চাঞ্চল্য তৈরি হয়েছে৷ ঘটনাটি রাজা রামমোহন সরণির ৷ বস্তাবন্দি অবস্থায় ছিল দেহগুলি ৷
পরিত্যক্ত হিসেবে এলাকায় জমিটি পরে থাকলেও এই জমিটি এখন বালাসেরিয়া গ্রুপের ৷ ৭২ কাঠার বিশাল জমিতে শুরু হয়েছিল প্রোমোটিং ৷ সেখানেই কাজের সময় এই দেহগুলি উদ্ধার হয় ৷ জমির মালিকদের সঙ্গে কথা বলছে পুলিশ ৷ উদ্ধার হওয়া দেহগুলির পোস্টমর্টেম করা হবে পুলিশের পক্ষ থেকে জানা গেছে ৷
advertisement
advertisement
জঙ্গল পরিষ্কার করতেই মেলে একের পর এক দেহ ৷ ঘটনাস্থলে পুলিশ কমিশনার, মেয়র ৷ তদন্ত করতে পৌঁছে গেছেন লালবাজারের গোয়েন্দারা ৷ ওই জমিতে আরও দেহ থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ কীভাবে ভ্রূণ বা একেবারে সদ্যোজাত দেহগুলি এল তা নিয়ে স্থানীয় নার্সিংহোম গুলির সঙ্গেও কথা হয় ৷
advertisement
মারাত্মক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2018 6:08 PM IST