কেষ্টপুরে ডেঙ্গিতে মৃত্যু চতুর্থ শ্রেণীর ছাত্রের
Last Updated:
কেষ্টপুরে ডেঙ্গিতে মৃত্যু চতুর্থ শ্রেণীর ছাত্রের
#কলকাতা: ফের কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু। এবার মৃত্যু কেষ্টপুরের বাসিন্দা দশ বছরের স্কুল পড়ুয়ার।
চতুর্থ শ্রেণির ছাত্র সৌম্যজিৎ পাল কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। চারদিন আগে ডেঙ্গি ধরা পড়ে তার। রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েই বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়।
৩ নভেম্বর রাত সাড়ে এগারোটা নাগাদ মৃত্যু হয় সৌম্যজিতের। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ করা আছে।
advertisement
ডেঙ্গিতে মৃতের সংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ক্ষোভও। শনিবার, সেই ছবিই দেখা গেল মহেশতলা পুরসভার এক নম্বর ওয়ার্ড দিনু মিস্ত্রি বাগান এলাকায়। শনিবার, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা রবীন পালের। খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ডেঙ্গি প্রতিরোধে কোনও ব্যবস্থা নেয়নি পুরসভা।
advertisement
পাহাড়পুর রোড অবরোধ করেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পুরসভার একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক হাজি খালেক মোল্লা ও কাউন্সিলর কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে পালিয়ে যান তাঁরা। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ।
মশাবাহিত রোগ প্রতিরোধে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃত রবীন পালের পরিবারও। এলাকার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। কিন্তু, ক্ষোভের আঁচ ধিকিধিকি জ্বলছেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2017 1:41 PM IST