Kolkata News: আচমকাই বাড়ি থেকে উধাও ১০ বছরের মেয়ে! বাবার সঙ্গে কী এমন হয়! যা জানা গেল...

Last Updated:

Kolkata News: নাবালিকার বাবা হারান কাহারের দাবি, ২৮ সেপ্টেম্বর ১০ বছরের নাবালিকা তাঁর কাছে বকা খায় এবং মেয়েকে তিনি কয়েকটি চড়ও মারে। তারপর মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যায়।

কলকাতা: বাবার বকুনি-মার খাওয়ার পর রহস্যজনকে ভাবে নিখোঁজ ১০ বছরের নাবালিকা। নিউটাউন থানার পুলিশ সব দিক খতিয়ে দেখার পরেও খোঁজ পাওয়া যায়নি ওই নাবালিকার। বিভিন্ন জায়গায় নিখোঁজ পোস্টার ও মারা হয়। খুঁজে দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়।
নাবালিকার বাবা হারান কাহারের দাবি, ২৮ সেপ্টেম্বর ১০ বছরের নাবালিকা তাঁর কাছে বকা খায় এবং মেয়েকে তিনি কয়েকটি চড়ও মারে। তারপর মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যায়।পরিবারের তরফে যদিও ১ অক্টবর বিকেলে নিউটাউন থানায় জানানো হলে তৎক্ষণাৎ এফ আই আর করে তদন্ত শুরু হয়। পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে নিউটাউন জ্যোতিনগরের একটি মেলায় সন্ধ্যাবেলায় এক যুবকের সঙ্গে দেখা যায়।এর পর পুলিশ এর তরফ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এলাকার মানুষদের ছবি দেখিয়ে খোঁজ শুরু করে। কিন্তু কোনও খোঁজ এখনো পাওয়া যায়নি।
advertisement
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের ছবিও আঁকানো হয়েছে। তারও খোঁজ চালাচ্ছে পুলিশ।এলাকার সকল সিসিটিভি খতিয়ে দেখার পরও কোনও সূত্র পাওয়া যায়নি। অবশেষে পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে।
advertisement
শুধু নিউটাউন থানা নয়, বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও বিভিন্ন জায়গায় ওই নাবালিকার খোঁজ চালাচ্ছে। প্রশ্ন উঠছে, ২৮ তারিখ থেকে নাবালিকা নিখোঁজ থাকলে পরিবার কেন এত দিন পর থানায় নিখোঁজ ডায়েরি করল, কেনই বা তাকে মেরেছিলেন তার বাবা, কাদের সঙ্গে ওই নাবালিকার মেলামেশা ছিল এই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: আচমকাই বাড়ি থেকে উধাও ১০ বছরের মেয়ে! বাবার সঙ্গে কী এমন হয়! যা জানা গেল...
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement