Kolkata News: আচমকাই বাড়ি থেকে উধাও ১০ বছরের মেয়ে! বাবার সঙ্গে কী এমন হয়! যা জানা গেল...
- Published by:Sanchari Kar
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
Kolkata News: নাবালিকার বাবা হারান কাহারের দাবি, ২৮ সেপ্টেম্বর ১০ বছরের নাবালিকা তাঁর কাছে বকা খায় এবং মেয়েকে তিনি কয়েকটি চড়ও মারে। তারপর মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যায়।
কলকাতা: বাবার বকুনি-মার খাওয়ার পর রহস্যজনকে ভাবে নিখোঁজ ১০ বছরের নাবালিকা। নিউটাউন থানার পুলিশ সব দিক খতিয়ে দেখার পরেও খোঁজ পাওয়া যায়নি ওই নাবালিকার। বিভিন্ন জায়গায় নিখোঁজ পোস্টার ও মারা হয়। খুঁজে দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়।
নাবালিকার বাবা হারান কাহারের দাবি, ২৮ সেপ্টেম্বর ১০ বছরের নাবালিকা তাঁর কাছে বকা খায় এবং মেয়েকে তিনি কয়েকটি চড়ও মারে। তারপর মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যায়।পরিবারের তরফে যদিও ১ অক্টবর বিকেলে নিউটাউন থানায় জানানো হলে তৎক্ষণাৎ এফ আই আর করে তদন্ত শুরু হয়। পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে নিউটাউন জ্যোতিনগরের একটি মেলায় সন্ধ্যাবেলায় এক যুবকের সঙ্গে দেখা যায়।এর পর পুলিশ এর তরফ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এলাকার মানুষদের ছবি দেখিয়ে খোঁজ শুরু করে। কিন্তু কোনও খোঁজ এখনো পাওয়া যায়নি।
advertisement
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের ছবিও আঁকানো হয়েছে। তারও খোঁজ চালাচ্ছে পুলিশ।এলাকার সকল সিসিটিভি খতিয়ে দেখার পরও কোনও সূত্র পাওয়া যায়নি। অবশেষে পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে।
advertisement
শুধু নিউটাউন থানা নয়, বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও বিভিন্ন জায়গায় ওই নাবালিকার খোঁজ চালাচ্ছে। প্রশ্ন উঠছে, ২৮ তারিখ থেকে নাবালিকা নিখোঁজ থাকলে পরিবার কেন এত দিন পর থানায় নিখোঁজ ডায়েরি করল, কেনই বা তাকে মেরেছিলেন তার বাবা, কাদের সঙ্গে ওই নাবালিকার মেলামেশা ছিল এই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2024 9:29 AM IST