ঠাকুরপুকুরের হোমে উদ্ধার ১০ শিশুকন্যা ! আটক ৩
Last Updated:
কলকাতার দক্ষিণ শহরতলী থেকে উদ্ধার করা হল দশটি সদ্যোজাত শিশুকে।
#কলকাতা: শহরে শিশু পাচার চক্রে নয়া মোড়। কলকাতার দক্ষিণ শহরতলী থেকে উদ্ধার করা হল দশটি সদ্যোজাত শিশুকে। বৃহস্পতিবার গভীর রাতে ঠাকুরপুকুরের একটি হোম থেকে উদ্ধার করা হয় ওই শিশুদের। ঘটনায় আটক করা হয়েছে তিন জনকে ৷ এদের মধ্যে হোমের দুই মহিলাকর্মীরা পাশাপাশি হোম মালিকের মেয়ে রিনা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করে পুলিশ ৷
গোপন সূত্রে খবর পেয়ে ওই হোমে অভিযান চালায় সিআইডির একটি বিশেষ দল। সেই অভিযানেই মিলেছে সাফল্য। জানা গিয়েছে, বাদুরিয়া কাণ্ডে এক অভিযুক্ত ওই শিশুদের পাচার করে ঠাকুরপুকুরের হোমে রেখেছিল। হোমের তিনতলা ভাড়া নিয়েছিল ওই মহিলারা ৷ অস্বাস্থ্যকর পরিবেশ রাখা হয়েছিল ওই ১০ শিশুকন্যাকে ৷ উদ্ধার হওয়া শিশুগুলিকে আপাতত জোকা হাসপাতালে ইএসআই হাসপাতালে রাখা হয়েছে ৷
advertisement
advertisement
সিআইডি সূত্রে খবর, শিশুকন্যাগুলিকে কম্বল চাপা দিয়ে রাখা হয়েছিল ৷ এই হোমের গ্রাউন্ড ফ্লোরে পুরুষ মানসিক রোগী এবং একতলায় থাকে মহিলা মানসিক রোগীদের ৷ হোমের অন্যতম মালিক পুতুল বন্দ্যোপাধ্যায় ৷ পুতুলের ভাই মহেশ হালদারও হোমের অংশীদার ৷ ঠাকুরপুকুরের েই হোমে আপাতত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2016 12:46 PM IST