একদিনের ক্রিকেটে নয়া নজির ইংল্যান্ডের, একনজরে দেখে নিন সেরা ৫
Last Updated:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের দুরন্ত পারফরম্যান্সে চমকে গেছে ক্রিকেট দুনিয়া ৷
#নটিংহ্যাম: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের দুরন্ত পারফরম্যান্সে চমকে গেছে ক্রিকেট দুনিয়া ৷ ক্রিকেটে আস্তে আস্তে যেভাবে টি-টোয়েন্টি-র প্রভাব থাবা বসাচ্ছে তারই প্রভাব এই বিশাল পরিমাণ রান ৫০ ওভারে ওঠা ৷ প্রায় পাঁচশোর কাছাকাছি রান তুলে ইতিহাস তৈরি করেছে ইংল্যান্ড ৷
৫৬ বছরের ক্রিকেট ইতিহাস ঘাঁটলে এর আগে লিস্ট এ ক্রিকেটে একটিই রান রয়েছে ৷ সেটা হল সেটা হল ২০০৭ সালে দ্য ওভালে যখন সারে ৪ উইকেটে ৪৯৬ রান করেছিল গ্লস্টাশায়ারের বিরুদ্ধে ৷
advertisement
একদিনের ক্রিকেটে সেরা পাঁচ স্কোরে নজর রাখলে যেটা চমকের বিষয় সেটা হল প্রথম দুটি দলগত সেরা স্কোরই এখন ইংল্যান্ডের দখলে ৷ ২০১৬ সালেও পাকিস্তানের বিরুদ্ধে ৪৪৪ রান করেছিলে ইংল্যান্ড ৷
advertisement
তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা ৷ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২০০৫ সালে তারা ৯ উইকেটে ৪৪৩ রান করেছিল ৷ নেদারল্যান্ডস অবশ্য বিশ্ব ক্রিকেটের মিনোস তকমাধারী তবুও বড় রান তো বড় রানই ৷
advertisement
তালিকার ৪ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ জো‘বার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৩৯ রান করেছিল দু উইকেট খুইয়ে ৷ ২০১৫ তে এই ইনিংস খেলেছিল তারা ৷
তালিকার পঞ্চম সেরা স্কোরের মালিকও একইভাবে দক্ষিণ আফ্রিকাই ৷ তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে ৪৩৮ রান খাড়া করেছিল ৷
view commentsLocation :
First Published :
June 20, 2018 2:52 PM IST