Wipro: চাকরিতে যোগদানের আগেই বেতন কমে অর্ধেক! হবু কর্মীদের জোর ধাক্কা দিল উইপ্রো

Last Updated:

উইপ্রোর মতো সংস্থার এই সিদ্ধান্তে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷

হবু কর্মীদের প্রস্তাবিত বেতন কমিয়ে দিল উইপ্রো।
হবু কর্মীদের প্রস্তাবিত বেতন কমিয়ে দিল উইপ্রো।
বেঙ্গালুরু: কর্মজীবনের শুরুতেই উইপ্রোর মতো সংস্থায় চাকরি৷ অনেকের কাছেই তা দীর্ঘদিনের পরিশ্রমের পর স্বপ্নপূরণের মতো৷ কিন্তু চাকরিতে যোগ দেওয়ার আগেই হবু কর্মীদের দুঃসংবাদ পৌঁছে দিল বেঙ্গালুরু ভিত্তিক এই নামজাদা আইটি সংস্থা৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সংস্থায় যোগদানের অপেক্ষায় থাকা নবীন কর্মীদের (ফ্রেশারদের) চিঠি দিয়ে উইপ্রো জানিয়েছে, প্রাথমিক ভাবে যে পরিমাণ বেতন তাঁদের দেওয়া হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছিল, তার থেকে ৫০ শতাংশ কম বেতনে তাঁরা চাকরিতে যোগ দিতে আগ্রহী কিনা৷
advertisement
advertisement
উইপ্রোর মতো সংস্থার এই সিদ্ধান্তে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ আন্তর্জাতিক বাজারে মন্দার কারণেই উইপ্রোর মতো সংস্থাকে এ হেন পদক্ষেপ করতে হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ অন্যদিকে উইপ্রোর এই সিদ্ধান্তকে অন্যায্য এবং অনৈতিক বলে দাবি করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে তথ্যপ্রযুক্তি কর্মীদের সর্বভারতীয় সংগঠন নাইটস৷
সূত্রের খবর, পড়াশোনা শেষ করার পর উইপ্রোতে চাকরিতে যোগদানের প্রস্তাব পাওয়া অনেককেই বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থাটির পক্ষ থেকে সম্প্রতি নতুন করে যোগাযোগ করা হয়৷ যাঁদের বাৎসরিক ৬.৫ লক্ষ টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল, তাঁদের বছরে ৩.৫ লক্ষ টাকায় চাকরিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷
advertisement
তথ্যপ্রযুক্তি কর্মীদের সর্বভারতীয় সংগঠন নাইটস-এর মতে, উইপ্রোর এই সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব রয়েছে এবং তা অন্যায্য৷ অবিলম্বে এ বিষয়টি নিয়ে সংগঠনের সঙ্গে আলোচনায় বসার জন্যও উইপ্রো কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে তারা৷
উইপ্রোয় চাকরি পাওয়ার পর যারা সংস্থার ভেলোসিটি ট্রেনিং প্রোগ্রাম সম্পূর্ণ করেছিলেন, সম্প্রতি তাঁদের একটি বার্তা পাঠায় উইপ্রো৷ তাতে বলা হয়েছে, 'তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের অন্যান্যদের মতো আমরাও গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা এবং বাজারের চাহিদার কথা মাথায় রেখেই নিয়োগ করি৷ সংস্থায় আপনাদের যোগদানের জন্য যথাযথ সুযোগ করে দিতে আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি৷ ততদিন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আপনাদের ধন্যবাদ৷ এই মুহূর্তে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে যোগদানের সুযোগ রয়েছে৷ যে পদের জন্য বাৎসরিক ৩.৫ লক্ষ টাকার বেতন দেওয়া সম্ভব৷ ২০২৩ সালে যাঁরা আমাদের ভেলোসিটি প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, তাঁদের আমরা এই সুযোগ দিতে চাই৷'
advertisement
বিষয়টি নিয়ে সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে, পারিপার্শ্বিক যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া প্রত্যেককে চাকরিতে যোগদানের সুযোগ করে দেওয়া যায়৷ চাকরিতে যোগদান করলে এই নতুন কর্মীরাই অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে নিজেদের কেরিয়ারের শুরু করে দিতে পারবেন বলেও সংস্থার পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে৷
বাংলা খবর/ খবর/চাকরি/
Wipro: চাকরিতে যোগদানের আগেই বেতন কমে অর্ধেক! হবু কর্মীদের জোর ধাক্কা দিল উইপ্রো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement