Wipro Recruitment: কলকাতায় উইপ্রোর টিম লিডার পদে চলছে নিয়োগ, গ্র্যাজুয়েটরা এখনই আবেদন করুন
- Published by:Ankita Tripathi
Last Updated:
কলকাতা কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে উইপ্রো ৷ যেকোনও শাখার গ্র্যাজুয়েটরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন৷
কলকাতা: কলকাতা কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে উইপ্রো ৷ এই পদের মূল দায়িত্ব হবে প্রোডাকশন বিভাগের টিম পরিচালনা সঙ্গে উৎপাদন এবং কাজের গুণমান বৃদ্ধি ৷ নিয়োগের আই.ডি নম্বর -২৯৪৭৬৮৪
শিক্ষাগত যোগ্যতা: যেকোনও শাখার গ্র্যাজুয়েটরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ তবে টিম পরিচালনার অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ এম এস অফিস ব্যবহারের জ্ঞান থাকতে হবে৷ অবশ্য কিছু ক্ষেত্রে এই বিশেষ পদে আবেদনকারী প্রার্থীদের জন্য অগ্রাধিকার থাকবে৷ লিন,সিক্স-সিগমার মতো কোনও ‘কন্টিনিউয়াস যাঁর থাকবে তিনি অগ্রাধিকার পাবেন৷ টিম ম্যানেজমেন্টে পারদর্শিতা এই পদের প্রধানতম বিবেচ্য যোগ্যতা৷
advertisement
অনলাইন আবেদন করা যাবে উইপ্রোর অফিসিয়াল ওয়েবসাইট careeres.wipro.com-এর মাধ্যমে৷ সঙ্গে পদের বিষয়ে সমস্ত তথ্যের জানতেও ভরসা রাখুন এই ওয়েবসাইটে৷ আবেদনের শেষ তারিখ নিয়োগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি৷
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, |
কাজের স্থান | কলকাতা |
শিক্ষাগত যোগ্যতা | যেকোনও শাখায় স্নাতক |
আবেদন পদ্ধতি | অনলাইন |
advertisement
ভারতের অন্যতম সেরা এই কোম্পানিতে কাজ করার জন্য উৎসাহী থাকেন অনেকেই৷ গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই আবেদন করুন৷ তবে অনেকসময় সুযোগ থাকলেও বাড়ির বাইরে যাওয়ার সমস্যা থেকে যায়৷ কিন্তু নতুন এই নিয়োগে সেই সমস্যা দূর হবে৷ বাড়ির কাছাকাছি কলকাতা কেন্দ্রের এই নতুন পদে যোগ্য হলে যত দ্রুত সম্ভব আবেদন করুন৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 7:10 PM IST