West Bengal Job News: সুখবর, প্রকাশিত হল রাজ্যে কয়েক হাজার সরকারি চাকরির মেধা তালিকা

Last Updated:

মূলত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ও পিএসসি একাধিক পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেছে বৃহস্পতিবার। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গিয়েছে ৷

সুখবর, প্রকাশিত হল রাজ্যে কয়েক হাজার সরকারি চাকরির মেধা তালিকা
সুখবর, প্রকাশিত হল রাজ্যে কয়েক হাজার সরকারি চাকরির মেধা তালিকা
কলকাতা: একুশে জুলাইয়ের প্রাক্কালে কয়েক হাজার সরকারি চাকরির মেধা তালিকা প্রকাশ করল রাজ্যের বিভিন্ন দফতর। মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ও পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিভিন্ন নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হয় গতকাল, বৃহস্পতিবার। দীর্ঘদিন ধরে পাবলিক সার্ভিস কমিশনের দফতরের সামনে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন নিয়োগের মেধা তালিকা প্রকাশের দাবিতে। অবশেষে ডব্লিউবিসিএস গ্রুপ সি-সহ একাধিক পদে নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করে গতকাল, বৃহস্পতিবার পাবলিক সার্ভিস কমিশন। মোট ২৭৪৭টি পদের জন্য মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, এর মধ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফে  রেজাল্ট প্রকাশ করা হয়েছে ১) WBCS (Ex)  Gr C  ২৪১ জন, ২) ভেটেনারি অফিসার ১৪৫ জন, ৩) ক্লার্কশিপের নন জয়েনিং ২২ জনের নাম-সহ বিস্তারিত তালিকা প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, শীঘ্রই এই পদগুলিতে নিয়োগের জন্য নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করবে পাবলিক সার্ভিস কমিশন। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকেও গতকাল, বৃহস্পতিবার একাধিক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করা হয়। এর মধ্য ওয়ারলেস অপারেটর ১২৫১ জন। ( ১১২৬ পুরুষ ১২৫ জন মহিলা)  এস আই ১০৮৮ জন। ( পুরুষ ৯৩৮ জন মহিলা ১৫০ জন)-এর তালিকা প্রকাশ করা হয়।
advertisement
advertisement
যদিও পুলিশ বা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হলেও. এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়নি। দীর্ঘ আট বছর ধরে চলছে এই নিয়োগ প্রক্রিয়া। ১৪ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই স্কুল সার্ভিস কমিশনের তরফে ফের হলফনামা দেওয়া হতে পারে হাইকোর্টে। উচ্চ প্রাথমিকের নিয়োগের দাবিতেও একাধিকবার চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখিয়েছেন। অন্যদিকে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া একদম শেষ পর্যায়। আগামী সোমবার শেষ পর্যায়ের ইন্টারভিউ নেওয়া হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
West Bengal Job News: সুখবর, প্রকাশিত হল রাজ্যে কয়েক হাজার সরকারি চাকরির মেধা তালিকা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement