হোম /খবর /চাকরি /
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরির বিরাট সুযোগ! জানুন

TRAI Recruitment 2023: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরির বিরাট সুযোগ! জানুন

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরির বিরাট সুযোগ

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরির বিরাট সুযোগ

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, আবেদন করার শেষ তারিখ ২৮.০৪.২০২৩।

  • Share this:

সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেপুটেশনের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড রিক্রুটমেন্ট ২০২৩:

আবেদনের তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, আবেদন করার শেষ তারিখ ২৮.০৪.২০২৩। প্রার্থীদের অনলাইন আবেদন ডাউনলোড করে, তা পূরণ করার পর প্রতিষ্ঠানের ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল এলে প্রতিষ্ঠান তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের অবগত করবে।

আরও পড়ুন: নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের অধীনে রেলে চাকরির বিরাট সুযোগ! দেখে নিন

প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট
কাজের স্থান:বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদনের শেষ তারিখ:২৮.০৪.২০২৩

 আবেদনের যোগ্যতা: সেন্ট্রাল গভর্মেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা অটোনমাস বডির অফিসার বা সমতুল্য পদাধিকারী বা PB-1-এ ১০ বছরের রেগুলার সার্ভিস ৫২০০টাকা-২০২০০ টাকা+GP ১৯০০ টাকা (ষষ্ঠ CPC অনুসারে) [সপ্তম CPC অনুসারে সংশোধিত লেভেল ২

আরও পড়ুন: এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অধীনে নিয়োগের সুবর্ণ সুযোগ! দেখে নিনআবেদন পদ্ধতি: আবেদনপত্র পূরণ করে, যথাযথ নথির সঙ্গে পাঠাতে হবে এই ঠিকানায়- The Deputy Advisor (HR), Telecom Regulatory Authority of India, Mahanagar Door Sanchar Bhawan, J. L. Nehru Marg (Old Minto Road), Next to Zakir Hussain College, New Delhi-110002

বয়সসীমা: উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

বেতন: পে স্কেল লেভেল ৬ অনুসারে (৩৫৪০০ টাকা-১১২৪০০ টাকা)

কাজের মেয়াদ: ৩১.০৩.২০২৫ তারিখ পর্যন্ত।

Published by:Sayani Rana
First published:

Tags: Central government job, Central govt jobs, TRAI