Southern Railways Recruitment 2022: রেলে স্পোর্টস কোটায় নিয়োগ, জানুন বিশদে!
- Published by:Sanchari Kar
- trending desk
Last Updated:
প্রার্থীদের আগামী ২ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
সম্প্রতি সাউদার্ন রেলওয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পোর্টস কোটার অধীনে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সাউদার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
অসম, মেঘালয়, অরুণাচলপ্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, জম্মু কাশ্মীর, লাহৌল ও স্পিতি ডিসট্রিক্ট এবং চম্পার মহকুমা, হিমাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর এবং লক্ষদ্বীপে বসবাসকারী প্রার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারি, ২০২৩।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
পে লেভেল ৪/৫ সিপিসি পে ম্যাট্রিক্স
বাস্কেটবল (পুরুষ)- ২টি পদ
বাস্কেটবল (মহিলা)- ১টি পদ
ক্রিকেট (মহিলা)- ১টি পদ
ভলিবল (মহিলা)- ১টি পদ
পে লেভেল ২/৩ সিপিসি পে ম্যাট্রিক্স
বাস্কেটবল (পুরুষ)- ২টি পদ
বাস্কেটবল (মহিলা)- ২টি পদ
advertisement
ক্রিকেট (পুরুষ)- ২টি পদ
ক্রিকেট (মহিলা)- ২টি পদ
হকি (পুরুষ)- ৩টি পদ
সাঁতার (পুরুষ)- ১টি পদ
ভলিবল (পুরুষ)- ২টি পদ
ভলিবল (মহিলা)- ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | সাউদার্ন রেলওয়ে |
পদের নাম | স্পোর্টস কোটার অধীনে বিভিন্ন পদ |
শূন্যপদের সংখ্যা | ২১ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০২.০১.২০২৩ |
advertisement
বয়সসীমা
১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের উর্ধ্বসীমায় কোনও রকমের ছাড় দেওয়া হবে না।
আবেদন পদ্ধতি
প্রথমে প্রার্থীদের সাউদার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করে সমস্ত তথ্য ভাল করে পড়ে নিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদনের মোড অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের কপি সংরক্ষণ করে রাখতে পারেন।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2022/12/Southern-Railways-pdf.pdf ক্লিক করতে পারেন।
view commentsLocation :
First Published :
December 05, 2022 8:06 PM IST