২৫ ছাত্র পিছু এক শিক্ষক নজরদারিতে, আড়াই ঘণ্টা আগে ঢুকতে হবে, টেটের কঠোর নিয়ম
- Published by:Uddalak B
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা পাঠানো হচ্ছে সেখানে বলা হয়েছে আড়াই ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের।
#কলকাতা: ২৫ পরীক্ষার্থী পিছু থাকবেন একজন করে নজরদারি শিক্ষক। এই মর্মে রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা পাঠাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্দেশিকায় জানানো হল, ২৫ জন পরীক্ষার্থী পিছু একজন করে ইনভিজিলেটর থাকলে পরীক্ষা কেন্দ্রের নজরদারিতে সুবিধা হবে। পাশাপাশি পরীক্ষা পরিচালনাতেও নিখুঁত হবে বলেই পর্ষদ নির্দেশিকা দিয়ে জানিয়েছে। এর সঙ্গে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। ইতিমধ্যেই পরীক্ষা প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে বিস্তারিত আকারে নির্দেশিকা পাঠানো হয়েছে।
অন্যদিকে পর্ষদ ডিএলএড-এর প্রশ্নপত্র কাণ্ডের পর এ বার প্রাথমিকের টেটের প্রশ্নপত্র নিয়েও বিশেষ সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বার আগেভাগে প্রশ্ন পাঠানো যাবে না পরীক্ষা কেন্দ্রগুলিতে। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগেই প্রাথমিকের টেটের প্রশ্নপত্র পাঠানো হবে পরীক্ষা কেন্দ্রগুলিতে। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। তবে সেই প্রশ্নপত্র পাঠানো হলেও প্রত্যেক পরীক্ষার্থী পিছু প্রশ্নপত্র থাকছে। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে আলাদা করে ওই প্রশ্নপত্রের প্যাকেট খোলার প্রয়োজনীয়তা থাকছে না। সে ক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষার্থী প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন। আবার পরীক্ষার্থী সেই প্রশ্নপত্রের উত্তর করে উত্তরপত্র সমেত সিলবন্দি করে দেবেন।
advertisement
আরও পড়ুন: 'আমরা ডোবারম্যান, সাদা হাতি, পরাশ্রয়ী নই! সুদীপকে তুমুল আক্রমণ তাপসের, অস্বস্তিতে তৃণমূল
advertisement
আরও পড়ুন: অস্বস্তিতে তৃণমূল, সুদীপ-তাপস দ্বৈরথ থামার কোনও লক্ষণ নেই
প্রাথমিকের টেটের প্রশ্নপত্রকে কেন্দ্র করে এতটাই কড়াকড়ি নিয়ম করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে প্রশ্নপত্র কী ভাবে নিয়ে আসা হবে এবং কী ভাবে নিয়ে যাওয়া হবে, গোটা বিষয়টি নিয়েও আলাদা করে গাইডলাইন দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। প্রশ্নপত্র নিয়ে আসা এবং প্রশ্নপত্র নিয়ে যাওয়া উভয় ক্ষেত্রেই পুলিশি নিরাপত্তা রাখা থাকবে বলেও ইতিমধ্যেই জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে।
advertisement
রবিবার অর্থাৎ ১১ ডিসেম্বরের প্রাথমিকের টেটকে কেন্দ্র করে আরও সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিশেষত ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার আগেই সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনার পর পরীক্ষা নিয়ে বিশেষ সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি থাকা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই পর্ষদের তরফে তার জন্য একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশ ও বাহির পথে সিসিটিভি লাগানোর ব্যবস্থা থাকবে পাশাপাশি পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা করা বাধ্যতামূলক।
advertisement
শুধু তাই নয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা প্রতিটি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের গলায় বৈধ পরিচয়পত্র ঝোলানো থাকতে হবে। এ ছাড়াও পরীক্ষার্থীদের জন্য পর্ষদের পক্ষ থেকে একাধিক নিয়ম জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে মোবাইল এবং ধাতব কোনও জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না।
প্রসঙ্গত ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ একাধিক অভিযোগে জর্জরিত। বিশেষত টেটকে কেন্দ্র করেও একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। আর তাই এবারের টেটকে কেন্দ্র করে কোন বিতর্ক চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ।
view commentsLocation :
First Published :
December 10, 2022 4:48 PM IST

