SBI Recruitment 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগ, বয়সসীমা জেনে আবেদন করুন
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
SBI Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২১.০৬.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে।
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড (মার্কেটিং), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) / চিফ ম্যানেজার (মার্কেটিং) পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২১.০৬.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: বিপর্যয়ের আগেই বিপর্যস্ত কচ্ছ! ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলার আগে কেঁপে উঠল ভূতল, আতঙ্ক এবার দ্বিগুণ
advertisement
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
পদের নাম | সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড (মার্কেটিং), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) / চিফ ম্যানেজার (মার্কেটিং) |
শূন্যপদের সংখ্যা | ১৯ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | বিশদ দেখুন |
বেতনক্রম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২১.০৬.২০২৩ |
advertisement
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড (মার্কেটিং)- প্রার্থীদের এমবিএ/পিজিডিএম বা এর সমতুল্য ডিগ্রি যার একটি বিষয় হিসেবে ফিনান্স বা এমবিএ (ফিনান্স)/ মার্কেটিং বা এমবিএ/ ফিনান্স এবং মার্কেটিং স্পেশালাইজেশন থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং)/ চিফ ম্যানেজার (মার্কেটিং)- সরকার কর্তৃক স্বীকৃত/অনুমোদিত ইনস্টিটিউট থেকে মার্কেটিং / ফিনান্সে স্পেশালাইজেশন সহ এমবিএ / পিজিডিবিএম ডিগ্রি থাকতে হবে।
advertisement
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড (মার্কেটিং)- ৪০- ৫০ বছর
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং)/ চিফ ম্যানেজার (মার্কেটিং)- এজিএম প্রার্থীদের জন্য ৩৫-৪৫ বছর, সিএম প্রার্থীদের জন্য- ৩০-৪০ বছর
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড (মার্কেটিং)- ৮৯৮৯০-২৫০০/২-৯৪৮৯০-২৭৩০/২-১০০৩৫০
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং)/ চিফ ম্যানেজার (মার্কেটিং)- ৭৬০১০-২২২০/৪-৮৪৮৯০-২৫০০/২-৮৯৮৯০
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2023 8:17 PM IST