সম্প্রতি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এনসিওই, এনএসএনআইএস, পাতিয়ালায় অ্যাথলিট রিলেশন ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এসএআই রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭.০৪.২০২৩ তারিখ বিকাল ৫টার মধ্যে মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: HIDCO-তে চাকরির দারুণ সুযোগ একদম হাতছাড়া করবেন না, আবেদনের সময় কিন্তু কম!আবেদন পদ্ধতি: বিজ্ঞপ্তি অনুসারে যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করতে পারেন। আবেদনপত্রটি ই-মেলের মাধ্যমে esttnis@gmail.com কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া |
পদের নাম: | অ্যাথলিট রিলেশন ম্যানেজার |
শূন্যপদের সংখ্যা: | ২ |
কাজের স্থান: | এনসিওই, এনএসএনআইএস, পাতিয়ালা |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৭.০৪.২০২৩ |
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ: প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: কলকাতার চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটে নিয়োগের সুবর্ণ সুযোগ! জানুনমেয়াদকাল: ২ বছরের জন্য চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। পরবর্তীতে ৫ বছর পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হতে পারে।
বয়সসীমা: সর্বোচ্চ বয়সসীমা হল ৩২ বছর।
বেতন: নির্বাচিত প্রার্থীদের মাসিক ৫০০০০ টাকা থেকে ৭০০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস ম্যানেজমেন্টে (৬ মাসের বেশি) সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে, এছাড়াও যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকাও বাঞ্ছনীয়। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ বা পিজিডিএম ডিগ্রি প্রাপ্তরাও আবেদনের যোগ্য।
অভিজ্ঞতা-ক্যাটাগরি-১- ২ বছরের অভিজ্ঞতা (জেডিতে উল্লিখিত প্রাসঙ্গিক ক্ষেত্রে)।ক্যাটাগরি-২- ১ বছরের অভিজ্ঞতা (জেডিতে উল্লিখিত প্রাসঙ্গিক ক্ষেত্রে)।
নির্বাচন পদ্ধতি: সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।