RITES Recruitment 2022: রেল ইন্ডিয়া লিমিটেডের অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জেনে নিন বিস্তারিত
- Published by:Anulekha Kar
Last Updated:
RITES RECRUITMENT 2022 started check the eligibility : রেল ইন্ডিয়া টেকনিক্যাল এবং ইকোনমিক সার্ভিস লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডিরেক্টর (ফাইন্যান্স) পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
#নয়াদিল্লি: সম্প্রতি রেল ইন্ডিয়া টেকনিক্যাল এবং ইকোনমিক সার্ভিস লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডিরেক্টর (ফাইন্যান্স) পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা রেল ইন্ডিয়া টেকনিক্যাল এবং ইকোনমিক সার্ভিস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আরআইটিইএস রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু চলছে। প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এই লিঙ্কে ক্লিক করে জানতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | রেল ইন্ডিয়া টেকনিক্যাল এবং ইকোনমিক সার্ভিস লিমিটেড |
পদের নাম | ডিরেক্টর (ফাইন্যান্স) |
শূন্যপদের সংখ্যা | বিশদ দেখুন |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২০-১২-২০২২ |
advertisement
আরআইটিইএস রিক্রুটমেন্ট ২০২২: বেতন
নির্বাচিত প্রার্থী ১৮,০০০০ টাকা থেকে ৩,৪০,০০০ টাকার মধ্যে বেতন পাবেন।
আরআইটিইএস রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট হতে হবে অথবা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ভাল একাডেমিক রেকর্ড সহ ফিন্যান্সে স্পেশালাইজড শাখায় এমবিএ/পিজিডিএম করা কোর্স থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের অগ্রাধিকার দেওয়া হবে।গ্রুপ 'এ' অ্যাকাউন্টস সার্ভিসের কর্মকর্তারাও আবেদনের যোগ্য।
advertisement
আরও পড়ুন: বোকারো স্টিল প্ল্যান্টের অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, এক নজরে দেখে নিন বিস্তারিত
আরআইটিইএস রিক্রুটমেন্ট ২০২২: কাজের অভিজ্ঞতা
স্বনামধন্য সংস্থায় কর্পোরেট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টের ক্ষেত্রে সিনিয়র লেভেলে ৫ বছরের কাজের অভিজ্ঞতা,
গ্রুপ 'এ' অ্যাকাউন্টস সার্ভিসে কর্পোরেট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট/অ্যাকাউন্টের ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
advertisement
আরআইটিইএস রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করতে হবে। এরপর আবেদনপত্র ও সমস্ত প্রয়োজনীয় নথি ও শংসাপত্র-সহ প্রার্থীদের এই ঠিকানায় পাঠাতে হবে—
Smt Kimbuong Kipgen, Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan Block No. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003
advertisement
অসম্পূর্ণ আবেদনপত্র এবং নির্দিষ্ট সময় বা তারিখের পরে প্রাপ্ত আবেদন পত্র প্রত্যাখ্যান করা হবে।
Location :
First Published :
October 20, 2022 8:21 PM IST