REPCO Bank Recruitment 2022: ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক নিয়োগ, জানুন বিশদে
- Published by:Anulekha Kar
Last Updated:
প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি আরইপিসিও ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আরইপিসিও ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আরইপিসিও ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
কল লেটার ডাউনলোড করা যাবে পরীক্ষার ৭-১০ দিন আগে। অনলাইন পরীক্ষার তারিখ ডিসেম্বর ২০২২-এর শেষ সপ্তাহে/ জানুয়ারি, ২০২৩-এর প্রথম সপ্তাহে (আনুমানিক)। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে HTTPS://IBPSONLINE.IBPS.IN/RBJAOCT22/ ক্লিক করতে পারেন।
আরইপিসিও ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
advertisement
প্রার্থীদের WWW.REPCOBANK.COM-এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আরইপিসিও ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৫০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | আরইপিসিও ব্যাঙ্ক |
পদের নাম | জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ক্লার্ক |
শূন্যপদের সংখ্যা | ৫০ |
কাজের স্থান | তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং কর্নাটক |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫.১১.২০২২ |
advertisement
আরইপিসিও ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
ইউজিসি দ্বারা স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। ওপেন ইউনিভার্সিটি থেকে কোনও রকম গ্রেডিং সিস্টেম ছাড়াই ডিগ্রি লাভ করেছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য নন।
advertisement
আরইপিসিও ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের ব্যাঙ্ক কর্তৃক পরিচালিত অনলাইন পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। সফল প্রার্থীদের আসল সার্টিফিকেট যাচাইয়ের জন্য ডাকা হবে। প্রার্থীরা শুধুমাত্র তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং কর্নাটকে উপলব্ধ শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন৷
আরইপিসিও ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
এসসি/এসটি/পিডব্লুডি/এক্স সার্ভিস ম্যান/রিপ্যাট্রিয়টস: ৫০০ টাকা
জেনারেল ক্যাটাগরি এবং অন্যান্য সকল বিভাগ: ৯০০ টাকা
advertisement
আরইপিসিও ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: বেতন
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ক্লার্ক পদে প্রার্থীদের মাসিক ১৭,৯০০ টাকা থেকে ৪৭,৯২০ টাকা বেতন দেওয়া হবে।
Location :
First Published :
November 08, 2022 5:41 PM IST