Job News: কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ! রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির সুযোগ
- Published by:Anulekha Kar
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে আংশিক বা পূর্ণ সময়ের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ করা হবে।
কোচবিহার: কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে নিয়োগের জন্য ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সোমবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যেমে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট বিভাগে পাওয়া যাবে এই বিজ্ঞপ্তিটি। গবেষণা প্রকল্পে আংশিক বা পূর্ণ সময়ের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ করা হবে।
গবেষণা প্রকল্পের নাম ও বিবরণ: ‘চার্চ সংস্কৃত অ্যা থিওলজিকাল এক্সপ্লোরেশন অব অ্যান ইভাঞ্জেলিকাল অ্যান্ড ডিডাক্টিক লিটারেচার’। এই প্রকল্পটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল অব সোশাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর) দ্বারা অর্থায়িত বিশেষ গবেষণা প্রকল্প। এই পুরো প্রজেক্টটির দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সৌম্যজিত সেন।
advertisement
advertisement
শুন্য পদ ও মাসিক পারিশ্রমিক: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের শূন্যপদ রয়েছে মোট ২টি। রিসার্চ অ্যাসিস্ট্যান্টের প্রথম পদে মোট ১০ মাসের জন্য এবং দ্বিতীয় পদটিতে মোট ৭ মাসের জন্য নিয়োগ করা হবে। নিয়োগ করা এই দুই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মাসিক পারিশ্রমিক হিসেবে পাবেন ১৬,০০০ টাকা।
নিয়োগের শিক্ষাগত যোগ্যতা: পিএইচডি, এমফিল এবং সোসিয়াল সাইন্স ডিসিপ্লিন নিয়ে পোস্ট গ্রাজুয়েট করা প্রার্থীরা এই পদে আবেদন জানতে পারবেন। তবে মোট ৫৫ শতাংশ নম্বর নিয়ে সফলভাবে উত্তীর্ণ হওয়া আবশ্যক নিয়োগের আবেদন জানানোর জন্য। এছাড়াও আবেদন করা প্রার্থীদের ইংরেজি এবং সংস্কৃত ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
advertisement
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রাথমিক পর্বে ৩০ মিনিটের একটি লিখিত পরীক্ষার পর প্রার্থী বাছাইয়ের পর নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২৬শে মে দুপুর ১টায় এই নিয়োগের ইন্টারভিউ করা হবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে।
গুরুত্বপূর্ন বিষয়:প্রার্থীদের অবশ্যই সঙ্গে রাখতে হবে জীবনপঞ্জি-সহ সমস্ত প্রয়োজনীয় নথি। সমস্ত আসল ডকুমেন্টের সাথে রাখতে হবে এক কপি জেরক্স কপি। এছাড়া প্রার্থীদের কোন প্রকার টিএ এবং ডিএ প্রদান করা হবে না ইন্টারভিয়ে উপস্থিত হওয়ার জন্য।
advertisement
গুরুত্বপূর্ন লিংক গুলি নিচে দেওয়া হল:
অফিশিলায় ওয়েবসাইটের লিংক:https://www.cbpbu.ac.in/
নিয়োগের নোটিশের লিংক:https://cbpbu.ac.in/recruitment.php
নোটিশ ডাউনলোড এর লিংক:https://cbpbu.ac.in/userfiles/file/2023/REC/20230515152400.pdf
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 6:24 PM IST