Teachers Recruitment: সরাসরি ইন্টারভিউ দিয়ে স্কুলশিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ! জেনে নিন বিস্তারিত
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
বাঁকুড়া জেলার বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দারুন সুযোগ। রয়েছে নজরকাড়া শূন্যপদ। আর মাত্র কয়েকদিন এর মধ্যেই ইন্টারভিউয়ের নেওয়া হবে।
বাঁকুড়া: বাঁকুড়া জেলার বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দারুন সুযোগ। রয়েছে নজরকাড়া শূন্যপদ। আর মাত্র কয়েকদিন এর মধ্যেই ইন্টারভিউয়ের নেওয়া হবে। রানিবাঁধ থেকে মেজিয়া কিংবা পাত্রসায়ের। বাঁকুড়া জেলায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন সরকারি স্কুল, সেখানেই হবে নিয়োগ।
কর্মখালি জেলার বিভিন্ন সরকারি স্কুলে। রয়েছে ৪২ টি শূন্য পদ। নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। ব্লকে ব্লকে মডেল এবং নতুন ইন্টিগ্রেটেড সরকারি স্কুলে চুক্তির ভিত্তিতে করা হবে কর্মী নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদন পত্র পাঠাতে হবে না । ১৭, ১৮ এবং ১৯ জানুয়ারি, সকাল ১১টা থেকে বিজ্ঞপ্তিতে (https://bankura.gov.in/notice_category/recruitment) উল্লেখ্য করা স্থানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে বলেই জানানো হয়েছে।
advertisement
advertisement
অতিথি শিক্ষক, গ্রুপ-সি কর্মী এবং গ্রুপ-ডি কর্মী পদে স্কুলগুলিতে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে ৪২টি। মেজিয়া গভর্নমেন্ট মডেল স্কুল, ছাতনা গভর্নমেন্ট মডেল স্কুল, এনআইজিএস (নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল) রাণীবাঁধ, এনআইজিএস কাঁঠালিয়া, এনআইজিএস ঢেকিকাটা, এনআইজিএস ব্রহ্মডিহা, এনআইজিএস জয়পুর এবং এনআইজিএস ডুমুরতোড়, রাণীবাঁধ গভর্নমেন্ট মডেল স্কুল, হীড়বাঁধ গভর্নমেন্ট মডেল স্কুল, পাত্রসায়ের গভর্নমেন্ট মডেল স্কুল, শালতোড়া গভর্নমেন্ট মডেল স্কুল। এই স্কুলগুলিতে করা হবে নিয়োগ।
advertisement
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও আবেদন করতে পারবেন। সঙ্গে আবেদন জানাতে প্রার্থীদের সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত কিংবা সরকারি পৃষ্ঠপোষকতায় চালিত বা প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকরাও। বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। সপ্তাহে ছয়দিন কাজের দায়িত্ব থাকবে নিযুক্তদের। প্রাথমিক ভাবে চুক্তি ছ’মাসের জন্য, তবে পরবর্তীকালে মেয়াদ বাড়ানো হতে পারে। রাজ্য সরকারের নিয়ম মেনেই প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে বলে জানা গিয়েছে। বিস্তারিত জানতে প্রার্থীদের বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2024 4:27 PM IST