Recruitment 2023: চাকরি খুঁজছেন, আপনার জন্যে আইআইটিতে রয়েছে কাজের সুযোগ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
চাকরি খুঁজছেন? প্রযুক্তিবিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা আইআইটি খড়গপুরে রয়েছে সুযোগ। এখনই আবেদন করুন। সময় সীমিত।
পশ্চিম মেদিনীপুর: চাকরি খুঁজছেন? প্রযুক্তিবিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা আইআইটি খড়গপুরে রয়েছে সুযোগ। এখনই আবেদন করুন। সময় সীমিত। আইআইটি খড়্গপুরে গবেষণামূলক প্রকল্পের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দুটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি।
সম্প্রতি, প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (www.kgpiit.ac.in) সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া। আবেদন জানানোর শেষ দিন ৮ ডিসেম্বর।
advertisement
জানা গিয়েছে প্রতিষ্ঠানের এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পে কাজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকল্পের নাম— ‘প্রোটোকল ডেভেলপমেন্ট ফর এস্টিমেশন অফ মিলিং আউট টার্ন রেশিয়ো ইন মডার্ন অ্যান্ড মডার্নাইজ়ড রাইস মিলস অ্যাক্রস ভ্যারিং অ্যাগ্রো-ক্লাইমেটিক জ়োনস অফ ইন্ডিয়া (এমএমএ)’। প্রকল্পটির স্পনসর করবে কেন্দ্রীয় সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই।
advertisement
এই প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট- টেক সাপোর্ট পদে। দুটি শূন্যপদে নেওয়া হবে আবেদনকারীদের। আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের প্রতি মাসে সর্বাধিক ২১,৫০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান নিয়ে দ্বাদশ বা দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর এগ্রিকালচার/ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ল্যাব অ্যানালিসিস এবং ইকুইপমেন্ট হ্যান্ডলিংয়ের পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.kgpiit.ac.in) গিয়ে সমস্ত নথি সহ এই পদে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য মহিলা প্রার্থী বাদে বাকিদের ১০০ টাকা জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2023 4:16 PM IST