IIEST Shibpur Assistant Professor Recruitment 2023: আইআইইএসটি শিবপুরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ! কী ভাবে করবেন আবেদন, জেনে নিন
- Published by:Sanchari Kar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
IIEST Shibpur Assistant Professor Recruitment 2023: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। তা শুরু হয়েছিল ২১.০৬.২০২৩. তারিখে। প্রার্থীদের ২১.০৭.২০২৩. তারিখের মধ্যে আবেদন করতে হবে।
সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর, সংক্ষেপে আইআইইএসটি শিবপুরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ১ (লেভেল ১২), অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২ (লেভেল ১১) এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২ (লেভেল ১০) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আইআইইএসটি শিবপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। তা শুরু হয়েছিল ২১.০৬.২০২৩. তারিখে। প্রার্থীদের ২১.০৭.২০২৩. তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে ২৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা | ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ১ (লেভেল ১২), অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২ (লেভেল ১১) এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২ (লেভেল ১০) |
শূন্যপদের সংখ্যা | ২৩ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদনের শেষ তারিখ | ২১.০৭.২০২৩ |
advertisement
যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ১ (লেভেল ১২)- M.Arch./ M.Plan./ M.Des., সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২ (লেভেল ১১)- M.Arch./ M.Plan./ M.Des., সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২ (লেভেল ১০)- M.Arch./ M.Plan./ M.Des., সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা
আবেদনের ফি
সব প্রার্থীকেই আবেদন ফি হিসেবে ১০০০ টাকা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি
সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচিত করা হবে। কবে, কোথায় ইন্টারভিউ নেওয়া হবে তা প্রার্থীদের আলাদা করে জানানো হবে। তাঁরা এই বিষয়ে তথ্য সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেও চোখ রাখতে পারেন।
advertisement
আরও পড়ুন: ৮০ হাজার টাকার বেতনের সরকারি চাকরি! ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে নিয়োগ চলছে
আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফরম্যাট ডাউনলোড করে প্রাসঙ্গিক সব নথি সহ আবেদনপত্র পাঠাতে হবে এই ই-মেল অ্যাড্রেসে- dean.fwbv@faculty.iiests.ac.in
advertisement
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://www.iiests.ac.in/ckfinder/userfiles/files/Backlog%20advertisement%20and%20notification%20Adv_%20No_%20RO_SE_21_12%20dt_%2022_09_2021(2).pdf ক্লিক করতে পারেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2023 4:38 PM IST