Primary TET: ২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট, নবান্নে আজ জরুরি বৈঠক মুখ্যসচিবের

Last Updated:

আজ, বুধবার সকাল ১১ টা থেকে মুখ্য সচিব প্রাথমিকের টেটের প্রস্তুতি নিয়ে বৈঠক ডেকেছেন বলেই নবান্ন সূত্রে খবর। বৈঠকে বিভিন্ন জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে।

২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট ! নবান্নে আজ জরুরী বৈঠক মুখ্যসচিবের
২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট ! নবান্নে আজ জরুরী বৈঠক মুখ্যসচিবের
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: প্রাথমিকের টেটের দিন বদল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। কয়েক মাস আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করেছিল ১০ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট। কিন্তু সোমবার হঠাৎই সেই দিন বদল করে পর্ষদ। জরুরি বৈঠক ডেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যানদের জানিয়ে দেওয়া হয় যে ১০ ডিসেম্বরের পরিবর্তে ২৪  ডিসেম্বর হবে প্রাথমিকের টেট। যদিও কী কারণে তা বদল, সেই বিষয় সম্পর্কে বলতে গিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন ‘‘আরও সাজিয়ে গুছিয়ে টেট নেওয়ার প্রয়োজন বলেই দিন পিছনো হচ্ছে। প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন।’’
যদিও এর সঙ্গে অন্য কোনও কারণ নেই বলেও দাবি করেছিলেন পর্ষদ সভাপতি। কিন্তু তারপরেও ২৪ ডিসেম্বরের প্রাথমিকের টেটের দিন হিসেবে ঘোষণা করার পরও শুরু হয়েছে জোর চর্চা। ওই দিন রাজ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠান। মূলত কলকাতায় হবে গীতা পাঠের অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর লোকসমাগম হবে বলেই মনে করা হচ্ছে। তার জেরে প্রভাব পড়তে পারে যাতায়াত ব্যবস্থায়। এই পরিস্থিতিতে প্রাথমিকের টেট নিয়ে আজ, বুধবার সকাল ১১ টা থেকে নবান্নে বৈঠক করবেন মুখ্য সচিব। বিভিন্ন জেলার আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলেই নবান্ন সূত্রে জানা গেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন।
advertisement
advertisement
ইতিমধ্যেই গতবারের তুলনায় কমেছে এবারের টেটের পরীক্ষার্থীর সংখ্যা। তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী দেবেন এবারের টেট পরীক্ষায। কিন্তু ২৪  ডিসেম্বর কলকাতায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হলে তার প্রভাব পরিবহণে পড়তে পারে। সেক্ষেত্রে পরীক্ষার ব্যবস্থাপনা কি হবে, দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হল তার জন্য প্রয়োজনীয় পরিবহণ ব্যবস্থা থেকে শুরু করে রেল যোগাযোগ কীভাবে সচল করা হবে তা নিয়ে এই বৈঠক হবে বলেই নবান্ন সূত্রে খবর। পাশাপাশি ওই দিন প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকার জন্য তার কী প্রভাব বিভিন্ন জেলায় জেলায় পড়তে পারে তারও মতামত বিভিন্ন জেলা ও কলকাতা পুলিশের থেকেও নেওয়া হবে বলেও মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ২৪ ডিসেম্বরই প্রাথমিকে টেট হবে নাকি ফের দিন পরিবর্তন হবে প্রাথমিকের টেটের তা নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। যদিও সভাপতি গৌতম পাল ২৪ ডিসেম্বর টেট হবে বলেই জানিয়েছেন। স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের মতে পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে ২৪ ডিসেম্বর পর্ষদ পরীক্ষার যাবতীয় প্রস্তুতি করে ফেলতে পারলে তাতে অসুবিধা থাকবে না। তবে এই দিনের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Primary TET: ২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট, নবান্নে আজ জরুরি বৈঠক মুখ্যসচিবের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement