ক্যাজুয়াল ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রসার ভারতী। ইতিমধ্যেই এই পদে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন চাওয়া হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন আগামী ৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে বাড়িয়ে ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ করা হয়েছে। এই সংক্রান্ত সময়সীমায় ফের কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে ৩৭০ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইট https://prasarbharati.gov.in/ – এ গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথি।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত শূন্য পদের সংখ্যা জানানো হয়নি।
সংস্থা | প্রসার ভারতী |
পদের নাম | ক্যাজুয়াল ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট |
শূন্য পদের সংখ্যা | এখনও জানানো হয়নি |
কাজের স্থান | শ্রীনগর |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। সঙ্গে থাকতে হবে ইংরেজি/ঊর্দু/ কাশ্মীরি ভাষায় দক্ষতা। মৌলিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান। অডিও সম্পাদনার ক্ষমতা থাকা বাঞ্ছনীয়। |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে |
আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
প্রসার ভারতীর তরফে ক্যাজুয়াল ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীদের বেতন সম্পর্কে কোনও তথ্য এখনও জানানো হয়নি।
আরও পড়ুন: পোস্ট অফিসের অধীনে প্রায় ৫০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ, চাকরির জন্য আবেদন করুন
নির্দিষ্ট ট্রায়াল টেস্টের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central govt jobs, Job News