New Job Alert: মোটা টাকার চাকরি! চালক ও সহকারী চালক পদে রেলে নিয়োগ! শীঘ্রই আবেদন করুন
- Published by:Salmali Das
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
New Job Alert: ভবিষ্যতের রেল চালকদের জন্য বিরাট সুখবর! ভারতীয় রেলের বক্তব্য, কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়েছে যে পূর্ব রেলে ট্রেন চালকের সংখ্যা যথাযথ নয় অর্থাৎ ট্রেন চালকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম।
কলকাতাঃ ভবিষ্যতের রেল চালকদের জন্য বিরাট সুখবর! ভারতীয় রেলের বক্তব্য, কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়েছে যে পূর্ব রেলে ট্রেন চালকের সংখ্যা যথাযথ নয় অর্থাৎ ট্রেন চালকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এই খবর সম্পূর্ণরূপে সত্য নয়। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক মাসে সমগ্র পূর্ব রেলওয়েতে অন্যান্য কর্মচারীদের মতোই ট্রেন চালকরাও অবসর গ্রহণ করেন, ফলে প্রত্যেক মাসেই নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালকের পদ খালি হয়ে যায়। তখন প্রয়োজন অনুযায়ী সেই সমস্ত খালি পদগুলিতে নতুন ট্রেন চালকদের নিয়োগ করা হয় বা জুনিয়র চালকদের পদোন্নতির মাধ্যমে খালি পদগুলি পূরণ করা হয় যেমন আগামী আগস্ট মাসে প্রায় 1260 জন ট্রেন চালকের পদোন্নতির মাধ্যমে খালি পদ পূরণ হতে চলেছে।
আরও পড়ুনঃ মোটা বেতন! সারাদেশে রেলে ১৫০০০ কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জানুন
পূর্ব রেলের মেন্স কংগ্রেসের সভাপতি বিনোদ শর্মার প্রশ্ন, ‘‘চালক এবং সহকারী চালকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম, সেটা ওঁরা বলছেন না কেন ?’’ পূর্ব রেলের মেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত ঘোষ বলেন, ‘‘ আসল সত্যি আড়াল করছে রেল।’’ ভারতীয় রেলওয়েতে নিরাপত্তা বিভাগের অধীনে প্রায় 10 লাখ অনুমোদিত পদের মধ্যে 2024 সালের মার্চ পর্যন্ত 1.5 লাখেরও বেশি শূন্য ছিল, তথ্যের অধিকার আইনের অধীনে একটি আবেদনের জবাবে রেল মন্ত্রক বলেছে।
advertisement
কর্মকর্তারা অবশ্য বলেছেন, ট্রেনের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় এবং রেলওয়ে গত 10 বছরে এই বিষয়ে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং অনেক কাঠামোগত এবং পদ্ধতিগত উন্নতিও করেছে যা নিরাপদ অপারেশনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
advertisement
নিরাপত্তা বিভাগের পদের মধ্যে রয়েছে ট্রেনের চালক, পরিদর্শক, ক্রু কন্ট্রোলার, লোকো প্রশিক্ষক, ট্রেন কন্ট্রোলার, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, বৈদ্যুতিক সংকেত রক্ষণাবেক্ষণকারী এবং সিগন্যালিং সুপারভাইজার।
advertisement
ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত থাকার কারণে, নিরাপদে ট্রেন চালানোর জন্য এই পদগুলিতে কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “এই অফিসে 01.03.2024 (অস্থায়ী) হিসাবে উপলব্ধ ভারতীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগে মোট অনুমোদিত, অন রোল (কর্মরত) এবং শূন্য পদের সংখ্যা হল: যথাক্রমে 10,00,941, 8,48,207 এবং 1,52,734 , ” RTI আবেদনের জবাবে মন্ত্রক বলেছে৷ লোকো পাইলট (মেল/এক্সপ্রেস/যাত্রী/সামগ্রী/শান্টিং) এর শূন্য পদ সম্পর্কে আরটিআই আবেদনের একটি প্রশ্নের জবাবে রেল মন্ত্রক বলেছে মোট 70,093টি অনুমোদিত পদের মধ্যে 14,429টি শূন্য রয়েছে।
advertisement
মধ্যপ্রদেশে অবস্থিত আরটিআই আবেদনকারী চন্দ্র শেখর গৌর বলেছেন, “প্রতিক্রিয়া দেখায় যে সহকারী চালকের পদ খালি থাকার কারণে রেলওয়েও ক্ষতিগ্রস্থ হচ্ছে। সহকারী চালকের জন্য মোট 57,551টি অনুমোদিত পদের মধ্যে 4,337টি খালি রয়েছে।”রেলের রিক্রুটমেন্ট এর পদ্ধতি এককালীন অর্থাৎ প্রয়োজন অনুযায়ী নিয়মিত ব্যবধানে RRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) -এর মাধ্যমে স্বচ্ছভাবে ট্রেন চালকের পদে নিয়োগ করা হয়। খুব শীঘ্রই সর্বভারতীয় স্তরে প্রায় ১৫০০০ এর অধিক ট্রেন চালকের পদে রিক্রুটমেন্টের ব্যবস্থা হতে চলেছে । ভবিষ্যতের রেল চালকদের কাছে এটি একটি বিরাট সুখবর।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2024 1:06 PM IST