Recruitment 2022: কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ, যোগ্যতা স্নাতক পাশ! জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রার্থীদের আগামী ৬ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্সের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন ডিভিশনে কনসালটেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৬ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ক্রিসমাস ট্রি-র নীচে ওটা কী? সামনে যেতেই চক্ষু চড়কগাছ! দেখুন
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
| সংস্থা: | মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স |
| পদের নাম: | কনসালটেন্ট |
| শূন্যপদের সংখ্যা: | বিশদ দেখুন |
| কাজের স্থান: | ভারত |
| নির্বাচন পদ্ধতি: | কনসালটেন্ট |
| আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
| শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
| বেতনক্রম: | বিশদ দেখুন |
| আবেদন পদ্ধতি: | অনলাইন |
| আবেদনের শেষ তারিখ: | ০৬.০১.২০২৩ |
advertisement
মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
এই পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছরের মধ্যে হতে হবে।
মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে প্রার্থী ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল প্রার্থীদের ৪ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২২: বেতন
নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৬০০০০ টাকা বেতন দেওয়া হবে।
মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২২: মেয়াদকাল
প্রার্থীদের প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিযুক্ত করা হবে। পরবর্তী সময়ে কাজের প্রয়োজনীয়তা প্রার্থীদের দক্ষতা ইত্যাদির ওপর ভিত্তি করে মেয়াদকাল বাড়ানো যেতে পারে। এছাড়াও উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ব্যতিক্রমী পরিস্থিতিতে তিন বছরের বেশি মেয়াদ বাড়ানোর কথা বিবেচনা করা যেতে পারে।
view commentsLocation :
First Published :
December 25, 2022 1:03 PM IST

