Ministry of Civil Aviation Recruitment 2023: মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনে চাকরির সুবর্ণ সুযোগ! আবেদনে দেরি করবেন না
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Ministry of Civil Aviation Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৩ জুন, ২০২৩ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
কলকাতা: সম্প্রতি ভারত সরকারের মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে কমিশন অফ রেলওয়ে সেফটির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ইউআর ক্যাটাগরিতে আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। প্রার্থীদের নিয়োগ করা হবে ডেপুটেশনের ভিত্তিতে। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৩ জুন, ২০২৩ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া শুরুর পর ৬০ দিন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন রিক্রুটমেন্ট ২০২৩: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে ১টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: বলুন তো বাসের গায়ে চালকের দরজায় কেন পাইলট লেখা থাকে?
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনপদের নাম: আপার ডিভিশন ক্লার্ক |
শূন্য পদের সংখ্যা: | ১ |
কাজের স্থান: | সেন্ট্রাল সার্কল মুম্বই |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | ২৩.০৬.২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | আবেদন শুরুর পর ৬০ দিন পর্যন্ত |
advertisement
মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
এই পদের নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে লেভেল ৪-এর আওতায় ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা।
মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন রিক্রুটমেন্ট ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
Annexure-A-তে প্রাপ্ত প্রফর্মায় বায়ো-ডেটা (ডুপ্লিকেট)।
বিগত পাঁচ বছরের এসিআর ফটোকপির প্রতিটি পাতায় অফিসারদের দ্বারা অ্যাটেস্ট করা থাকতে হবে।
advertisement
ভিজিল্যান্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
বিগত ১০ বছরে অফিসারের উপর আরোপিত বড়/লঘু শাস্তির বিশদ বিবরণ দিতে পারে এমন একটি বিবৃতি।
মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম নিয়ে তা পূরণ করে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থীদের পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়: Office of the Commission of Railway Safety, Central Circle, 2nd Floor, Church Gate Station Building Annexe, Maharshi Karve Marg, Mumbai-400020।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 3:21 PM IST